ঝিনাইদহ বাস টার্মিনালIII Jhenaidah Bus Terminal
Автор: Tanusree Vlogs
Загружено: 2023-06-01
Просмотров: 20836
Описание: আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে দেশের কোন কোন জাইগায় যেতে পারবেন, ভাড়া কত ইত্যাদি। ঝিনাইদহ এর পাশের জেলাগুলাতে আপনি যে কোন সময় বাস পেয়ে যাবেন। তাছাড়া, বরিশাল, কুয়াকাটা, খুলনা, রাজশাহী এর বাস পর্যাপ্ত। ঝিনাইদহ থেকে দুরপাল্লার যে বাসগুলা ছাড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হল চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, নোয়াখালী। বেশির ভাগ বাস ই এখন পদ্মা সেতু হয়ে চলাচল করে। ঢাকা যাওয়ার জন্য গোল্ডেন লাইন বেশ নাম করেছে। তাছাড়া রয়েল , পূর্বাশা, দর্শনা ডিলাক্স তো আছেই। একটা সময় ঢাকার সব বাস ই গাবতলি পর্যন্ত যেতো। এখন পদ্মা সেতু হয়ে যাওয়ার কারনে বাসগুলি ঢাকার ভিতরে ও প্রবেশ করে। বিশেষ করে রাম্পুরা, বাড্ডা, উত্তরা বাসি আরামসে ঢাকা আসা যাওয়া করতে পারে। ভাড়া নেয় ৬৫০ টাকা। যে কোন বাসের বিষয়ে আপনাদের কারো কোন কাউন্টার এর নাম্বার অথবা কোন তথ্য লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা জানিয়ে দিব। এখন এখান থেকেই আপনি বড় ব্যানার অর্থাৎ হানিফ, শ্যামলী, সোদিয়া পরিবহনে ভ্রমন করতে পারেন। এখান থেকে মামুন পরিবহনের একটি বাস প্রতিদিন সন্ধ্যায় নোয়াখালী লক্ষ্মীপুরের উদ্যেশ্যে ছেড়ে যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: