ইরানের শীর্ষ সেনা কর্তা এবার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে।
Автор: A News Bangla
Загружено: 2025-06-16
Просмотров: 31144
Описание:
ইসরাইলের পর এবার আমেরিকার উপর ইরান?
তাহলে কি তৃতীয় বিশ্বর মুখে দাঁড়িয়ে বিশ্ব?
ইরানের শীর্ষ সেনা কর্তা এবার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকাকে।
আমেরিকা মদত দিলে খুব খারাপ হবে। আগেই সতর্ক করেছিল ইরান। ইজরায়েলের সঙ্গে সংঘাত শুরু এবার পশ্চিম এশিয়ায় আমেরিকার সেনাঘাটি গুঁলিতে হুঁশিয়ারি দিল ইরান। এবার কি আমেরিকার সঙ্গেও শুরু করবে ইরান?
আমেরিকা যদি জড়ায়, তবে তা তৃতীয় থেকে কম কিছু হবে না। ইরান-ইজরায়েলের সংঘাতে প্রথম থেকেই আমেরিকাকে দূরে থাকতে বলা হয়েছে। কিন্তু তলে তলে যে ইজরায়েলকে মদত দিচ্ছে আমেরিকা, তা স্পষ্ট। তা সে মাঝ আকাশে ইজরায়েলি বিমানে পৌঁছে দেওয়াই হোক বা ইরানের উপরে চালাতে মার্কিন সেনাঘাঁটি ব্যবহার।
ইরানের সন্দেহ, আমেরিকা পরোক্ষে এই সংঘাতে মদত দিচ্ছে ইজরায়েলকে। রাষ্ট্রপুঞ্জে ইরানের প্রতিনিধি সরাসরি এই অভিযোগ এনেছেন। ইরানের শীর্ষ সেনা কর্তাই এবার হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকাকে। ইরানের ফার্স নিউজ নামক একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই সেনাকর্তা পশ্চিম এশিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলিতে চালানোর হুশিয়ারি দেন।
যদি ইরান আমেরিকার সেনাঘাঁটিগুলিতে সত্যিই শুরু করে, তবে প্রথম নিশানাই হতে পারে কাতারের আল উদেইক মার্কিন সেনাঘাঁটিতে। ৮০০০ মার্কিন সেনা ও মার্কিন বোমারু বিমান রয়েছে এই ঘাঁটিতে। আরব আমিরশাহির আল-দাবরা সেনাঘাঁটিতেও চালাতে পারে ইরান।
ইরান হামলা চালাতে আমেরিকাও ছেড়ে কথা বলবে না। এদিকে চিন ইতিমধ্যেই ইরানের পক্ষ নিয়ে নিয়েছে। দুই সুপার পাওয়ার দুই শিবিরে ভাগ হয়ে যাওয়ায়, আশঙ্কা করা হচ্ছে এই সংঘাত তৃতীয় বিশ্ব দিকেও এগোতে পারে।
আমেরিকা এবং ইরানের মধ্যে পরমাণু সংক্রান্ত আলোচনা হওয়ার কথা ছিল আগেই। কিন্তু শুক্রবার ভোর থেকে পরিস্থিতি পাল্টে যায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: