'দিন-দ্য ডে' বাজেট ছিল ৪ কোটি টাকা, ১০০ নয়। | Ananta Jalil | Barsha | অতাশ জমজম। Din The Day।
Автор: বিচিত্রা
Загружено: 2022-08-23
Просмотров: 70
Описание:
'দিন-দ্য ডে' বাজেট ছিল ৪ কোটি টাকা, ১০০ নয়। | Ananta Jalil | Barsha | অতাশ জমজম। Din The Day।
গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন-দ্য ডে’। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটিকে ঘিরে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সিনেমার কারণে যতটা না আলোচনায় ছিল এটি, তার চেয়ে বেশি ছিল অনন্ত জলিল ও তার স্ত্রী-নায়িকা বর্ষার নানান মন্তব্যের কারণে।
‘দিন-দ্য ডে’ বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমা। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। যদিও মুক্তির সময় নির্মাতাকে দেখা যায়নি কোনো আয়োজনে। এমনকি সিনেমাটি ইরানে মুক্তি পাবে কিনা, সে বিষয়েও খোলাখুলি কোনো তথ্য দেননি অনন্ত।
এবার মুখ খুললেন ‘দিন-দ্য ডে’র পরিচালক মুর্তজা অতাশ জমজম। বিস্ফোরক অভিযোগ তুলেছেন নায়ক অনন্তের বিরুদ্ধে। এমনকি চুক্তিভঙ্গের অভিযোগে অনন্ত জলিলের নামে মামলা করার কথাও বলেছেন তিনি। শুধু তাই নয়, এ বিষয়ে একজন আন্তর্জাতিক আইনজীবীও নিয়োগ দেবেন তিনি।
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে এসব কথা জানান নির্মাতা জমজম। তিনি বলেন, শুধুমাত্র বাংলাদেশ ও ইরানের মানুষের মধ্যে শক্ত বন্ধন তৈরির উদ্দেশ্যে তিনি যৌথ প্রযোজনায় সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাতে দুই দেশের মানুষ একে-অপরের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। কেননা শিল্পই হলো সেই ভাষা, যেটা কাঁটাতার ভেদ করতে পারে।’
নির্মাতা জমজমের মতে, ‘দিন-দ্য ডে’ সিনেমার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কিছুই হয়নি। অনন্ত জলিল চুক্তিভঙ্গ করে নিজের মতো করে সিনেমা বানিয়েছেন। সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধানের কোনো পথ নেই বলে জানান জমজম। তাই তিনি আইনি ব্যবস্থা নিবেন।
কিছুদিনের মধ্যে ‘দিন-দ্য ডে’ সিনেমার চুক্তি ও যাবতীয় তথ্য প্রকাশ্যে আনবেন বলেও জানিয়েছেন নির্মাতা জমজম। তিনি মনে করেন, পুরো বিষয়টি দর্শক ও গণমাধ্যমের জানা উচিত।
৪ কোটি টাকার মুভি ১০০ কোটি বলে মিথ্যাচার ।
#Ananta_Jalil #Borsha #Din_The_Day_Movie_Review #Bengali_Movie_Reviews #Latest_Movie_Review_Bengala
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: