এবার ইলিশ পবে ভারত দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ১,২০০ টন ইলিশ, অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান।
Автор: Sun Rising Post
Загружено: 2025-09-16
Просмотров: 1012
Описание:
দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ১,২০০ টন ইলিশ, অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান
আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ বছর মোট ১,২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার জন্য নির্বাচিত হয়েছে ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের এক আদেশে নীতিগতভাবে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত জানানো হয় এবং আগ্রহী রপ্তানিকারকদের আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে এবার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হলো। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানিমূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।
প্রতিবছর দুর্গাপূজা ঘিরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো হয়। সেখানে এই মাছের চাহিদা বরাবরই বেশি। তবে গত বছর প্রথমে ৩ হাজার টনের অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানি হয়। তখন ৪৯টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছিল, যা এ বছরের তুলনায় বেশি।
চলতি বছরের অনুমতি ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য প্রতিটি চালান পরীক্ষা করবে এবং অনুমোদিত সীমার বাইরে যাতে অতিরিক্ত পণ্য পাঠানো না হয়, তা কঠোরভাবে নজরদারি করা হবে।
শর্ত অনুযায়ী, এ অনুমতি কারও কাছে হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজ দায়িত্বে রপ্তানি করবে। সাব-কন্ট্রাক্ট বা অনুমতির অপব্যবহার করলে তাৎক্ষণিকভাবে অনুমতি বাতিলের ক্ষমতা সরকারের হাতে থাকবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: