আধুনিক পদ্ধতিতে শসা চাষ পদ্ধতি A to Z | মালচিং পদ্ধতিতে শসা চাষ,বেড তৈরি,মাচাঁ তৈরির A to Z তথ্য
Автор: কৃষি চাষবাস
Загружено: 2025-02-04
Просмотров: 399
Описание:
আধুনিক পদ্ধতিতে শসা চাষ পদ্ধতি A to Z | মালচিং পদ্ধতিতে শসা চাষ,বেড তৈরি,মাচাঁ তৈরির A to Z তথ্য।
বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করেন
০১৭৫৬৮১৬১৬৭
মালচিং পদ্ধতিতে শসা চাষ,বীজ বপন থেকে বেড তৈরি,মাচাঁ তৈরির A to Z তথ্য।
যারা মালচিং ফিল্ম ব্যবহার করে শসা চাষ করে অতিদ্রুত লাভবান হতে চান তাদের জন্য এই ভিডিওটি।
শসা একটি স্বল্প জীবনকালীন উদ্ভিদ। দ্রুত বর্ধনশীল হওয়ায় শসা গাছের পরিচর্যায় অনেক যত্নবান হতে হয়। পরিচর্যায় একটু ব্যতিক্রম হলে গাছ দ্রুত নষ্ট হয়ে যায়।গ্রীষ্মকালে বিশেষ করে ফেব্রুয়ারী, মার্চ ও এপ্রিলে শসা চাষ করতে গিয়ে অনেক কৃষক ক্ষতিগ্রস্থ হোন। তীব্র তাপমাত্রা, ঝড়বৃষ্টি, জাত নির্বাচনে ভুল সিদ্ধান্ত, সঠিক সময়ে সঠিক পরিচর্যা না হওয়ায় ফসল নষ্ট হওয়ার প্রধান কারন। তবে মালচিং পদ্ধতিতে শসা চাষ করলে সাধারণ কিছু পরিচর্যায় শসার ভালো ফলন পাওয়া গেছে। এ পদ্ধতিতে শসা চাষ করলে চারা শসা গাছ দ্রুত বৃদ্ধি হয় এবং ৩৫-৪০ দিনের মধ্য শসা কর্তন শুরু করা যায়।
জমি নির্বাচনঃ
দোআশ এবং বেলে দোআশ মাটিতে শসার চাষ ভালো হয়। তবে এটেল দোআশ মাটি ভালোভাবে ঝুরঝুর করতে পারলেও শসা চাষ করা যায়।
জাতঃ এলাকা উপযোগী তাপমাত্রা সহনশীল জাত নির্বাচন করতে হবে।
সার প্রয়োগের হিসাব : ১০ কাঠার সারের হিসাব। টি এস পি ২০ কেজি। এম ও পি / পটাশ ১৫ কেজি ইউরিয়া ৫ কেজি। পারলে সরিসার খৈল পাওডার করে দিবেন ১০ কেজি। সিনজেনটা বিংগো ৫০০ গ্রাম। দানাদার ৫ জি ১ কেজি। জিব ১০ কেজি ৫ কেজির ব্যাগ নিবেন। ২ ব্যাগ সব এক সাথে মিশিয়ে শেষ চাষের আগে ছিটায় দিবেন।
জমি প্রস্তুতকরণঃ জমি ৫-৬ বার ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হবে। ১ম বার ২ টি চাষ দেওয়া আগে সমস্ত জৈব সার এবং বিঘা প্রতি ১ কেজি ট্রাইকোডার্মা জমিতে ছিটিয়ে চাষ দিতে হবে। ৭ দিন পর শেষ চাষের আগে সমস্ত রাসায়নিক সার সমগ্র জমিতে ছিটিয়ে দিতে হবে।
জমির চারদিকে ২ ফুট বরাবর ভালোভাবে নালা তৈরী করতে হবে। নালাবাদে উত্তর দক্ষিন বরাবর ১.৫ ফুট মাপের ৮ ইঞ্চি উচু করে বেড তৈরী করতে হবে। এর পর ২.৫ ফুট বাদ দিয়ে আরেকটি বেড বানাতে হবে। এভাবে সমস্ত জমিতে পূর্ব নিয়মে বেড তৈরী করে যেতে হবে। মালচিং কতো ফিট এর হবে তার উপর নিরভর করে বেড সাইজ।
মালচিং পেপার বিছানোর নিয়মঃ
বেড বরাবর মালচিং পেপার বিছিয়ে দিতে হবে। মালচিং পেপারের উভয় পাশে পা দিয়ে টেনে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ভালভাবে না ঢাকলে বাতাশে বা ঝড় বৃষ্টিতে মালচিং পেপার ছিড়ে যেতে পারে।
মাচাঁ বা বাউনি দেওয়া
শসা দ্রত বর্ধনশীল সবজি হওয়ায় চারা রোপনের ১০-১২ দিনের মধ্য বাউনি দিতে হবে
রোগবালাই ও পোকামাকড় দমন এফিড, জ্যাসিড, থ্রিপস এবং হোয়াইট ফ্লাই দমনের জন্য চারা রোপনের ১ দিন পূর্বে জমিতে রঙ্গিন ফাঁদ স্থাপন করতে হবে। শসার প্রধান অনিষ্টকারী মাছি পোকা দমনের জন্য ১০ দিন পর কুমড়া জাতীয় সেক্স ফেরোমন ফাঁদ স্থাপন করতে হবে। আবার রোগ ও পোকামাকড়ের লক্ষন অনুযায়ী ম্যানকোজেব এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের ঔষুধ ৭ দিন পর পর স্প্রে করতে হবে। ফল আসলে ম্যানকোজেব+মেটারোক্সিল এবং সাইপারমেথ্রিন গ্রুপের ঔষুধ স্প্রে করতে হবে। ফসল কর্তনের ৭ দিন পূর্বে কোন ঔষুধ স্প্রে করা যাবে না।
শসা
শসা চাষ
শসা চাষ পদ্ধতি
মালচিং পদ্ধতিতে শসা চাষ
Cucumber
cucumber cultivation method cucumber cultivation method in mulching
কিভাবে শসা চাষ করা হয়
আধুনিক পদ্ধতিতে শসা চাষ
sasha chash
sosha chas
শসা চাষের আধুনিক পদ্ধতি
শসা চাষ পদ্ধতি a to z
শসা চাষ করার পদ্ধতি
আধুনিক পদ্ধতিতে শসা চাষ পদ্ধতি
কিভাবে মালচিং ব্যবহার করে শসা চাষ করবেন
শসার বেড তৈরি
শসার মাচা তৈরি
শসার বীজ বোপন
শসার জাত নির্বাচন
শসার বীজ লাগানোর দুরত্ব
মালচিং শসা চাষ
আধুনিক কৃষির অগ্রযাত্রায়
*আধুনিক পদ্ধতিতে সকল চাষাবাদ এর বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন,ধন্যবাদ।
#কৃষি #শসা #শসা_চাষ #মালচিং_ব্যবহার_করে_শসা_চাষ #বাংলাদেশের_কৃষি #আধুনিক_কৃষি #agriculturevideo #farming #video
#শসা #শসা_চাষ #agriculture #মালচিং #farming #মালিনী_শসা #তুলা_চাষ #food #foodie
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: