বিবাহিত ব্যক্তির জিনার শাস্তি||আবু তহা মোহাম্মদ আদনান||
Автор: Murshid Islamic Tv
Загружено: 2025-03-03
Просмотров: 135
Описание:
ইসলামে বিবাহিত ব্যক্তির জন্য জিনার শাস্তি অত্যন্ত কঠোর। কুরআন ও হাদিস অনুযায়ী, যদি কোনো বিবাহিত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ব্যভিচারে লিপ্ত হয় এবং সাক্ষ্যপ্রমাণ বা স্বীকারোক্তির মাধ্যমে তা প্রমাণিত হয়, তবে তার শাস্তি রজম (পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড) নির্ধারিত।
প্রমাণের শর্ত:
১. চারজন প্রাপ্তবয়স্ক ন্যায়পরায়ণ মুসলিম পুরুষ সাক্ষী দিতে হবে, যারা ব্যভিচারের ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।
২. অভিযুক্ত ব্যক্তি যদি নিজেই চারবার স্বীকার করে, তবে তা শাস্তির জন্য যথেষ্ট হতে পারে।
৩. যদি চারজন সাক্ষী না থাকে বা স্বীকারোক্তি না পাওয়া যায়, তবে শাস্তি প্রয়োগ করা যাবে না।
হাদিস থেকে দৃষ্টান্ত:
রাসূলুল্লাহ (সা.) এর সময় মায়েজ ইবন মালিক (রা.) ও গামিদিয়্যা (রা.) নিজেদের জিনার অপরাধ স্বীকার করলে, নবী (সা.) তাদের রজমের শাস্তি কার্যকর করেন।
তবে ইসলাম অপরাধীকে তওবা ও সংশোধনের সুযোগ দেয় এবং মিথ্যা অপবাদ রোধে কঠোর শাস্তির বিধান রেখেছে। ইসলামী শাসনব্যবস্থা ছাড়া এই শাস্তি ব্যক্তিগতভাবে কার্যকর করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আবু তহা মোহাম্মদ আদনান
#like
#subscribe
#trending
#islamicknowledge
#motivation
#pepoleandvlog
#mizanur_rahman_azhari
#abutohamohammadadnan
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: