Dxn_Marketing_Plan_By_Shariar_Kabir_Jubayer_-ECD(360p)
Автор: Md Faysal Ahammad Dxn
Загружено: 2025-06-19
Просмотров: 1
Описание:
ডিরেক্ট সেলিং কোম্পানি নির্বাচন নিয়ে আমার ব্যক্তিগত মতামতঃ
♦কোন নতুন কোম্পানিতে কাজ করা মানে বাজি ধরা ,জিতেও পারে আবার হারিয়েও যেতে পারেন। কারন এখানে কোম্পানি কে ও স্টাবলিস্ট করতে হবে নিজেকেও। মালিক নিয়েও টেশন ,মাকেটিং প্ল্যান নিয়ে ও ,নিজের ক্যারিয়ার নিয়েও।
আপনার হাতে যদি প্রচুর সময় থাকে তবে নতুন জায়গায় নাম লিখাতে পারেন
♦মানিগেইম বা ক্লিক কোম্পানি :এই সব কোম্পানিতে সামান্য কিছু টাকার লোভে ইজ্জত সন্মান হারিয়ে বসে ,এসব কোম্পানি আপনাকে ৬ মাসে সবকিছু হারিয়ে দেউলিয়া ঘোষণা করতে পারেন।
♦ক্যারিয়ার কোম্পনি কেমন হওয়া উচিৎ :
যেখানে অনেক লিডারের সফলতা দৃশ্যমান এবং কমপক্ষে ২০ বছরের রেকর্ড আছে।এতে আপনার জন্য সুবিধা হলো কোম্পানি নিয়ে টেশন নাই। মাকেটিং প্ন্যান নিয়েও টেশন নাই,শুধু কাজ করে এচিভমেন্ট নিয়ে আসা।
♦ইন্টারন্যাশনাল কোম্পানি :অনেক কোম্পানি নিজেদের কে ইন্টারন্যাশনাল দাবী করে কিন্তু বাস্তবে তার কোন অস্তিত্ব নাই।
অনেকের কয়েকটি দেশে অফিস থাকার শর্তেও ,আয় করা জন্য অনেক শর্তপূরন করতে হয়। বা অনেক ক্ষেএে সুযোগ ও থাকেনা।
অনেকে বলে ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করে কিন্তু দেশের বাহিরে কোন টিম নেই ,আয় ও নেই।
♥সঠিক ইন্টারন্যাশনাল কোম্পানি কেমন : আমি dxn platform এ কাজ করি ৭ বছর ৩ মাস যাবত প্রায় ১,০০,০০০ লাখ ডিস্টিভিউটর ১৩৫টা দেশে প্রতিমাসে ৪০ টা দেশ থেকে আয় করছি ,যে আয়ে আমার কোন শর্ত নেই (one world one market ) মাকেটিং প্ল্যান ১ টা ,বোনাস ও ১ টা, একাউন্ট ও ১.আমার আয় মাসের ৭ তারিখে দিয়ে দিচ্ছে কোন ধরনের হেছাল ছাড়া।
একটা স্টিইটমেন্ট আছে ,যেখানে পুরা কেনাবেচার রেকর্ড আছে।
♥আমি dxn. এ সিদ্ধান্ত নিয়ে ছিলাম ২০১৭ সালের জুলাই ১৮ তারিখ। ২ টা কারনে সিদ্ধান্ত নেওয়া ,এক পন্যের কোয়ালিটি এবং আনলিমিটেড ইনকাম।এবং যেটা দেখে কোম্পানি নির্বাচন করেছিলাম তা হলো কোম্পানি সিস্টেম এবং কোম্পানির বয়স। যেখানে আমি একবার ক্যারিয়ার তৈরি করলেও সারা বিশ্ব তা বহন করা যাবে।
মনে রাখবেন সঠিক একটা কোম্পানি আপনাকে ৫ বছরের মধ্যে টাকা ,ইজ্জাত,সন্মান সব কিছু এনে দিতে পারে। অপর দিকে গেমলিং বা ফটকা কোম্পানি ৬মাসে আপনি দেউলিয়া করে দিতে পারে।
সুতরাং চয়েস আপনার কারন ক্যারিয়ার আপনার ,ইজ্জাত সন্মান আপনার। 01317511705
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: