ভাইরাল জামায়াত নেতার জ্বালাময়ী নতুন বক্তব্য। Dhaka Bd TV
Автор: Dhaka Bd TV
Загружено: 2025-11-18
Просмотров: 72
Описание:
আলহামদুলিল্লাহ, গতকাল ১৮ নভেম্বর, মঙ্গলবার, বাংলাদেশে জামায়াতে ইসলামী, ৬০ কদমতলী উত্তর থানার রায়েরবাগ এলাকায় বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে রায়েবাগ বাসস্ট্যান্ডে সংলগ্ন রাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৬০ কদমতলী উত্তর থানার মদীনাবাগ, জনতাবাগ উত্তর ও দক্ষিণ এলাকার জনসাধারণদের নিয়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, ঢাকা ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
মদীনাবাগ ওয়ার্ড সভাপতি জনাব মইনুল ইসলামের সভাপতিত্বে প্রোগ্রামটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য, ঢাকা ৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালক, ৬০ কদমতলী উত্তর থানার সম্মানিত আমীর *জনাব আব্দুর রহিম জীবন*, ৫৮ ও ৫৯ নং থানা আমীরদ্বয় যথাক্রমে *ইঞ্জি. জসিমউদদীন ও ইঞ্জি. হাবিবুর রহমান*।
এছাড়াও প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেন জনতাবাগ উত্তর ও দক্ষিণ ওয়ার্ডের সভাপতিদ্বয় যথাক্রমে ইউসুফ মজুমদার ও ফারুক হোসেন এবং তাদের দায়িত্বশীলবৃন্দ।
প্রচার বিভাগ
৬০ কদমতলী উত্তর থানা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: