অগ্নি বীমা দাবি বাতিল হওয়ার উল্লেখযোগ্য ১০ কারণ
Автор: Ahmad Abdullah (Saadi)
Загружено: 2021-01-08
Просмотров: 205
Описание:
অগ্নি বীমা দাবি বাতিল হতে পারে এমন উল্লেখযোগ্য ১০ কারণ, সে সম্পর্কে সচেতন হন। অপ্রত্যাশিতভাবে বীমা দাবি প্রত্যাখ্যান হয়ে যাওয়া থেকে আপনাকে সচেতন হতে হবে। কি কি কারণে অগ্নি বীমা দাবি বাতিল হতে পারে তা আলোচনা করা হলো-
বন্যা, ঝড়, ঘূর্ণিঝড় ইত্যাদির মত আগুন ও অন্যান্য প্রাকৃতিকভাবে দুর্ঘটনার ফলে যে কোন মানুষ বা সম্পদ ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাৎক্ষণিকভাবে এ ধরনের দুর্ঘটনা মানুষের মনে বড় ধরনের মানসিক আঘাত সৃষ্টি করে। এ ধরনের ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার পাওয়া কঠিন এমনকি বিপদজনক হতে পারে। এ ক্ষতি কাটিয়ে উঠতে এবং ক্ষতির বিষয়বস্তু পুনর্নির্মাণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। আর তাই সম্ভাব্য সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে এমন ধরনের বীমা গ্রহণ করা উচিৎ।
Standard Fire Insurance Policy with Special Perils Cover অর্থাৎ সাধারণ দুর্ঘটনার পাশাপাশি অন্যান্য বিশেষ কোন দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতি কভার করে এমন পলিসি। এই ধরনের বিশেষ পলিসি আপনার সম্পদের ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি আর্থিক সহযোগিতা প্রাপ্তি নিশ্চিত করে।
যখন বীমা দাবি উপস্থাপন করা হয়ে থাকে, তখন পলিসির আসল রুপ এবং চরিত্র সম্পর্কে আপনি জানতে এবং বুঝতে পারবেন। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে, কি করলে বীমা দাবি পাওয়া যাবে এবং কি কি করলে বীমা দাবি প্রত্যাখ্যান করা হবে সে সকল বিধি নিষেধ সম্পর্কে জেনে নেয়া। বীমার ভাষায় একে বলে Warranty, Terms & Conditions । পলিসি চলাকালীন কোন দুর্ঘটনার কারণে আর্থিক ক্ষতি হলে তা প্রদান করা যেমন বীমা কোম্পানির দায়িত্ব। ঠিক তেমনি বীমা গ্রাহকের দায়িত্ব বীমাকৃত সম্পদ বা বিষয়বস্তুর সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা বীমা গ্রাহকের নৈতিক দায়িত্ব।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: