কাঁচা পেঁপের অসাধারণ সব উপকারিতা || Kaca Peper Nana Pustigun
Автор: Tips Barta
Загружено: 2018-10-08
Просмотров: 2197
Описание:
কাঁচা পেঁপের নানা অসাধারণ উপকারিতা রয়েছে । আমরা কাঁচা পেঁপে সবজি হিসাবে রান্না করে খেতে পারি । আবার কাঁচা পেঁপে তেঁতুল , শুকনা অথবা কাঁচা মরিচ ও সরিষার তেল দিয়ে মেখে খাওয়া যায় । দুই ভাবেই কাচা পেঁপে খাওয়া উপকারি । কাঁচা পেঁপের নানা পুষ্টিগুণ রয়েছে । কাঁচা পেঁপের ভেষজ গুণ ও অনেক রয়েছে । কাচা পেপের স্বাস্থ্য উপকারিতা ও অনেক রয়েছে।
সুস্থ ভাবে জানতে হলে এই সব বিষয়ে জানার দরকার আছে। যাদের শরীরে অনেক মেদ আছে তারা কাঁচা পেঁপে খেতে পারেন । এতে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যাবে ।
পেঁপে একটি অতি পরিচিত ফল। এটি সবজি হিসেবেও বহুল ব্যবহৃত হয়। পেঁপে দেশীয় ফলের মধ্যে উন্নত, মানসম্মত, সুন্দর ও লোভনীয় ফল। পেঁপে পাকা খেতে যেমন সুস্বাধু তেমনি বিভিন্ন রেসিপিতেও কাঁচা পেঁপের বেশ কদর রয়েছে। কাঁচা পেঁপেতেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন। বিভিন্ন রকম অসুখ সারাতে কাঁচা পেঁপে খুবই উপকারি। পেটের নানা রোগবালাই দূরীকরণে কাঁচা পেঁপে খুবই কার্যকরী। শুধু পেটের সমস্যায় নয়, আরও অনেক নানাবিধ স্বাস্থ্য সমস্যায় এই ফলের উপকারিতা অনেক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: