মেট্রোরেলের টিকিট যেভাবে পাওয়া যাবে||মেট্রোরেল||বাংলা খবর||মেট্রোরেল উদ্বোধন||
Автор: Today Trend News
Загружено: 2022-12-27
Просмотров: 47
Описание:
#মেট্রোরেল
#মেট্রোরেল খবর
বহুল প্রতীক্ষিত ঢাকার প্রথম মেট্রোরেল আজ বুধবার উদ্বোধন করা হবে। সাধারণ যাত্রীরা পরদিন বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় মেট্রোরেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে মেট্রোরেলে চড়ে আগারগাঁওয়ে নামবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।
শুরুতে মেট্রোরেল চলবে দিনে চার ঘণ্টা। সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেন মাঝপথে কোথাও থামবে না। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট (কার্ড) কাটা যাবে। এই পথের ভাড়া ৬০ টাকা।
প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে। স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড।
শুরুতে মেট্রোরেল স্টেশন থেকেই এই কার্ড কিনতে হবে। পরে পর্যায়ক্রমে স্টেশনের বাইরে কার্ড বিক্রির জন্য কিছু প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে।
মেট্রোরেল,বাংলা খবর,মেট্রোরেল চাকরির খবর,মেট্রোরেল বাংলাদেশ,খবর,ঢাকা মেট্রোরেল,আজকের খবর,মেট্রোরেল উদ্বোধন,মেট্রোরেলের সর্বশেষ কাজের অগ্রগতি,মেট্রোরেল,ঢাকা মেট্রোরেল,মেট্রোরেলের টিকেট,কিভাবে মেট্রোরেলের টিকেট কাটবেন,মেট্টোরেলের স্টেশনে টিকেট কীভাবে কাটবেন,মেট্রোরেল বাংলাদেশ,মেট্রোরেলের ভাড়া,মেট্টোরেলে যাদের ভাড়া লাগবে,মেট্রো রেলে টিকেট কাটবেন কিভাবে,কম দামে মেট্রোরেলের টিকেট,কিভাবে চড়বেন মেট্রোরেলে,মেট্রোরেলের টিকেট সিস্টেম,মেট্রোরেল কিভাবে চলে,মেট্রোরেল ঢাকা,মেট্রোরেল স্টেশন,টিকিটের ঝামেলা ছাড়াই কার্ড রিচার্জ করে গন্তব্যে যাওয়া যাবে,ঢাকা মেট্রোরেল আপডেট
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: