কালের সাক্ষী বিউটি বোর্ডিং | বাংলা বাজার | পুরান ঢাকা | Beauty Boarding | Cultural Heritage | Dhaka
Автор: Traveler Dipanjan Das
Загружено: 2025-04-06
Просмотров: 1710
Описание:
Like.. Share.. SUBSCRIBE @heritage_traveling
পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শ্রীশ চন্দ্র দাশ লেনে প্রবেশ করতেই চোখে পড়ে সুধীর চন্দ্র দাসের বিশাল জমিদার বাড়ী। এই জমিদার বাড়ীর কোল ঘেষেই আরেকটি দ্বিতল ভবন যা বিউটি বোর্ডিং নামে সর্বজনে পরিচিত এবং এই জমিদার বাড়ীরই একসময়ের অংশ। ছোট লোহার গেট পার হলেই দেখা যাবে ফুলের বাগান আর নীরব পরিবেশ। পাশেই অতিথিদের খাবারের ব্যবস্থা। সেখানেই অফিস কক্ষ। পুরান ঢাকার ঐতিহাসিক স্থান বা হেরিটেজ ভবনগুলোর তুলনায় বর্তমানে বিউটি বোর্ডিংকে কিছুটা ফিকে মনে হতে পারে তবুও এই স্থানের সাথে মিশে আছে আলাদা একটি আবেদন।
রাজনীতিবিদ, কবি-সাহিত্যিকসহ বিখ্যাত মানুষদের পদচারণার স্মৃতিময় স্পর্শ লেগে আছে বোর্ডিংটির পরতে পরতে। বিখ্যাত মানুষগুলোর খ্যাতনামা সৃষ্টিকর্মের সাক্ষী হয়ে আছে এটি। এক সময় ঢাকার স্বনামধন্য ব্যক্তিদের আড্ডাখানা বিউটি বোর্ডিং বর্তমানে ইতিহাসের অংশ। ১৯৪৯ সালের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীর চন্দ্র দাসের কাছ থেকে পাওয়া ১১ কাঠা জমিতে চালু করেন এই বিউটি বোর্ডিং।
নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই বোর্ডিংটির নামকরণ করা হয়। চালু হওয়ার পর থেকেই বিউটি বোর্ডিং পরিণত হয় সাহিত্য সংস্কৃতি চর্চার কেন্দ্রস্থল হিসেবে। আর এসকল প্রতিথযশা কর্মকান্ডের মুলে ছিলেন প্রতিষ্ঠাতা দুই ভাই। সেই থেকে দীর্ঘ বছরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে দোতলা ভবনের বোর্ডিংটি।
১৯৭১ এর ২৮ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কারফিউ শিথিল হয়। বোর্ডিংয়ের স্টাফদের পাওনা মিটিয়ে দিয়ে বোর্ডিং বন্ধ করতে যান প্রহ্লাদ বাবু। সকাল সাড়ে ১০টার দিকে পাকিস্তানি বাহিনী হামলা চালায় বোর্ডিংটিতে। সেদিন বিউটি বোর্ডিংয়ে প্রহ্লাদ সাহাসহ শহীদ হন মোট ১৮ জন। মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের জানুয়ারি মাসে প্রহ্লাদ সাহার দুই ছেলে সমর সাহা ও তারক সাহা দেশে ফিরে বিউটি বোর্ডিং পুনরায় চালু করেন। ২০১৯ সালে পরলোকগত হন তারক সাহা। এরপর থেকে বোর্ডিংয়ের দেখভাল করছেন সমর সাহা।
ভবনটিতে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। ভবনের নিচ তলায় খাবার ঘর ও অফিস কক্ষ রয়েছে। থাকার জন্য ২ তলা মিলিয়ে ২৫টির মতো কক্ষ রয়েছে। এর মধ্যে ১২টি সিঙ্গেল ও ১৩টি ডাবল। ২য় তলার টানা বান্দার রেলিং এ দাঁড়িয়ে সম্মুখের সবুজ শ্যামলিমা পরিবেশ গাছগাছালি দেখা মনে আনন্দ আনে।
বিউটি বোর্ডিয়ে আগের মতো আর কবি সাহিত্যিকদের আড্ডা নেই। নেই বিখ্যাত ব্যক্তিদের নিয়মিত পদচারণা। নতুন প্রজন্মের কবি-সাহিত্যিকদের নিয়মিত সাহিত্যচর্চামূলক আড্ডাতেই হয়তো আবার জমে উঠবে বিউটি বোর্ডিং এর মুখরতা। যে মুখরতায় জড়িয়ে আছে বাংলা সাহিত্য-সংস্কৃতির কিংবদন্তিদের ইতিহাস, বিউটি বোর্ডিং এর সমৃদ্ধ ইতিহাস।
#beautyboarding #olddhaka #heritage #tourist_place
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: