History of Kakina Union | কাকিনা ইউনিয়নের ইতিহাস | Kaliganj | Lalmonirhat | ASBBangladesh
Автор: ASB BANGLADESH
Загружено: 2019-08-16
Просмотров: 2788
Описание:
কাকিনা ইউনিয়নের রাজকীয় ইতিহাস/ Royal History of Kakina Union
Production House: ASB BANGLADESH
Scripting & Voice Over: Shahidur Rahaman
Camera Parson: Atikul Islam Atik. Salman Saki
Video Edit, Photo Colletion, Technical Support, Voice Edit and Video Direction: Salman Saki
লালমনিরহাট জেলা সদর হতে ৩০ কিমি দূরত্বে কালীগঞ্জ উপজেলাধীন কাকিনা ইউনিয়নের কাকিনা মৌজায় এ জমিদার বাড়িটি অবস্থিত।মহারাজা মোদনারায়নের সময় কাকিনা ছিল কোচ বিহার রাজ্যাধীন একটি চাকলা। তৎকালে কাকিনার চাকলাদার ছিলেন ইন্দ্রনারায় ণচক্রবর্তী। ১৬৮৭ খ্রিষ্টাব্দে ঘোড়াঘাটের ফৌজদার এবাদত খাঁ মহারাজা মোদনারায়ণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোচরাজ্যে অভিযান চালানোর সময় রঘুরামের দু'পুত্র রাঘবেন্দ্র নারায়ণ ও রাম নারায়ণ ফৌজদারের পক্ষ অবলম্বন করেন। মোগলদের এ অভিযানে কোচ বাহিনী পরাজিত হলে ইন্দ্রনারায়ণ চক্রবর্তী কে কাকিনার চাকলাদার পদ থেকে অপসারণ করা হয় এবং রাঘবেন্দ্র নারায়ণ কে পরগনা বাষট্টি ও রামনারায়ণ কে পরগনা কাকিনার চৌধুরী নিযুক্ত করা হয়। এভাবেই ইন্দ্রনারায়ণ চক্রবর্তীর চাকলাদারী শেষ হয়ে কাকিনায় রামনারায়ণের মাধ্যমে নতুন জমিদারীর সূচনা ঘটে। ১৬৮৭ খ্রিষ্টাব্দে রামনারায়ণ কাকিনা পরগনার চৌধুরী নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে কাকিনায় যে জমিদারীর সূচনা ঘটেছিল, জমিদার মহেন্দ্ররঞ্জনের সময় তাঁর অপরিণামদর্শী ব্যয় ও বিলাসীতার কারণে তা ধ্বংসের মুখে পতিত হয়। মহাজনদের বকেয়া ও সরকারি রাজস্ব পরিশোধে ব্যর্থ হওয়ায় ১৯২৫ খ্রিষ্টাব্দে তাঁর জমিদারী নিলাম হয়ে যায় এবং এর পরিচালনার ভার কোর্ট অব ওয়ার্ডস এর অধীন চলে যায়। অতঃপর তিনি প্রায় নিঃস্ব অবস্থায় সপরিবারে কাকিনা ত্যাগ করে কার্সিয়াং- এ চলে যান। ১৯৩৯ খ্রিষ্টাব্দে সেখানেই তাঁর জীবনাবসান ঘটে।
ASB BANGLADESH
Kakina, Kaliganj, Lalmonirhat
Email: [email protected]
Facebook: ASB Bangladesh
Contact: 01401677488
#kakina #kakinaunion #uttarbangla #lalmonirhat #kakinarajbari #kakinakobibari
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: