মিরপুর থেকে নারী ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
Автор: Sristy News
Загружено: 2023-03-26
Просмотров: 41
Описание:
রাজধানীর মিরপুর থেকে নারী ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে আল বারাকা হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেপ্তার নারীরা হলেন মনিকা, মিম ওরফে সমলা, সোহাগী ও রিতু। তাদের সবার বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে।ওসি মহসীন বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘোরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। মনিকা ও রিতু পথচারীর মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া বাধিয়ে দেন। আর এ সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান।’
মনিকার ১৫ মাস বয়সি এবং রিতুর চার বছর বয়সি ছেলে আছে। তারা তাদের ছেলে কোলে নিয়ে ঘোরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে টার্গেটের মোবাইল ছোঁ মেরে নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা লেগে বা অন্য কোনো অজুহাতে তার সঙ্গে ঝগড়া বাধিয়ে দেন। এ সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান বলে জানান ওসি।পুলিশ কর্মকর্তা বলেন, ‘বৃহস্পতিবার একই কায়দায় ছিনতাই করেন তারা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু ও পথচারী সেজে থাকা তাদের চক্রের আরও সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: