আহমদীয়া মুসলিম জামাতের ওসিয়্যত ব্যবস্থা এবং টাকা দিয়ে জান্নাত বিক্রি
Автор: মাহদীর কালো পতাকা
Загружено: 2022-05-29
Просмотров: 54
Описание: লানাতুল্লাহে আলাল কাযেবিন! মিথ্যাবাদীদের উপর আল্লার অভিসম্পাত! ইসলাম আহমদীয়াত সম্পর্কে না জেনে এমন মিথ্যা বাদীর দায়িত্ব আমরা আল্লাহ তা’লার কাছে ছেড়ে দিচ্ছি। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আহমদীরা মুসলমানরাও বিশ্বাস করে যে পরকাল ও জান্নাত-জাহান্নাম সত্য। আর জান্নাত ও জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ্ তা’লা। তিনি যাকে চান জান্নাত দান করতে পারেন। আর এই জান্নাত লাভ করতে হবে কি ভাবে তাও কুরআনে আল্লাহ্ তা'লা বলে দিয়েছেন।পবিত্র কুরআন শরীফে আল্লাহ্ পাক বলেছেন, إِنَّ ٱللَّهَ ٱشْتَرَىٰ مِنَ ٱلْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَٰلَهُم بِأَنَّ لَهُمُ ٱلْجَنَّةَۚ অর্থাৎ, আল্লাহ্ তা’লা মুমিনদের সাথে এই ব্যবসা করছেন যে, তাদের কাছ থেকে তাদের ধনসম্পদ নিয়ে তাদের জান্নাত দিয়ে দিবেন।(সুরা তওবা:১১১) **এভাবেই তিনি সুরা সাফ এ “আহমদ” রসূলের মান্যকারীদের উদ্দেশ্য করে বলেছেন, يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ تِجَٰرَةٍ تُنجِيكُم مِّنْ عَذَابٍ أَلِيمٍء. تُؤْمِنُونَ بِٱللَّهِ وَرَسُولِهِۦ وَتُجَٰهِدُونَ فِى سَبِيلِ ٱللَّهِ بِأَمْوَٰلِكُمْ وَأَنفُسِكُمْۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ. يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ وَمَسَٰكِنَ طَيِّبَةً فِى جَنَّٰتِ عَدْنٍۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ অর্থ: হে যাহারা ঈমান আনিয়াছ! আমি কি তোমাদের এমন একটি বানিজ্যের সম্পর্কে তোমাদের অবহিত করব? যা তোমাদের এক যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তা হল তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আন আর নিজের ধনসম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ কর।এটাই তোমাদের জন্য উত্তম যদি তা তোমারা জানতে। তোমরা এমনটি করলে তিনি তোমাদের পাপ ক্ষমাকরে দিবেন এবং এমন সব জান্নাতে তোমাদের প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায় আর চিরস্থায়ী ঘরগুলোতে তোমাদের রাখবেন। এটি এক বড় সফলতা।(সুরা সফ:১১-১৩) এই আয়াত গুলোতে আল্লাহ্ তা’লা সেই সব মুমিনদের যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং যারা তাদের ধনসম্পদ ও জীবন কুরবানী করে তাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন। ** সুরা বাকারার ১৮১ নম্বর আয়াতে আল্লাহ্ পাক বলেন, كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا ٱلْوَصِيَّةُ لِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ بِٱلْمَعْرُوفِۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ অর্থাৎ, তোমাদের কারো মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন সে যদি প্রচুর ধনসম্পদ রেখে যায় তাহলে পিতা-মাতা ও আত্মিয়সজনের অনুকূলে ন্যায়সঙ্গত ভাবে ওসিয়ত করা তোমাদের জন্য বিধিবদ্ধ করা হল।এ কাজ মুত্তাকিদের জন্য বাধ্যতামূলক করা হল। মৃত্যুর পূর্বে একজন মুত্তাকির কাজ হল সে তার রেখে যাওয়া সম্পত্তির ওসিয়ত করে যাবে। **আমরা হাদিস শরিফে নবী করীম সা এর শিক্ষাও দেখতে প ওসিয়ত সম্পর্কে, عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ لَوْ غَضَّ النَّاسُ إِلَى الرُّبْعِ ِلأَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيْرٌ أَوْ كَبِيْرٌ অর্থাৎ, ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা যদি এক চতুর্থাংশে নেমে আসত। কেননা, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, এক তৃতীয়াংশ এবং তৃতীয়াংশই বিরাট অথবা তিনি বলেছেন বেশী। (বুখারী কিতাবুল ওয়াসিয়াত বাব ওয়াসিয়াতি বিসসুলুসে) অর্থাৎ শরীয়তে ইসলামিয়া প্রত্যককে এই অধিকার দিয়েছে যে সে তার মৃত্যুর আগে তার সম্পত্তির এক তৃতীয়াংশ ওসিয়ত করে যেতে পারে। এর পরিপ্রেক্ষিতে হযরত মসীহ মাওউদ (আঃ) তার জীবনের শেষের দিকে অর্থাৎ ২০শে ডিসেম্বর ১৯০৫ সনে আল্ ওসীয়্যত নামে একটি বই রচনা করেছেন। এবং এই বইতে তিনি জামা'তে আহমদীয়ার বিশ্বাস সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন এবং সেই সাথে জামা'তের সদস্যদের কে আল্লাহ্র পক্ষ থেকে জ্ঞান পেয়ে আর্থিক কুরবানি করার কথা উল্লেখ করেছেন। আর এই আর্থিক কুরবানিতে যারা অংশ গ্রহণ করবে তাদেরকে নেযামে আল্ ওসীয়্যতের মধ্যে আক্ষা দিয়েছেন আর যে ব্যক্তিরা আল্লাহ্র রাস্তায় এ ভাবে আর্থিক কুরবানি করবে, নিজের জীবনকে পরিবর্তন করবে এবং আল্লাহ্র জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে আল্লাহ্র কথা মত নিজের জীবন যাপন করবে আশা করা যায় আল্লাহ্ তা’লা তাদের জান্নাতি করবেন। কোথাও তিনি এটা বলেন নাই যে তারা জান্নাতি বা তিনি জান্নাতের টিকেট বিক্রি করছেন অর্থের বিনিময়ে। হযরত মসীহ্ মওউদ (আঃ বলেন, কেউ যেন এটা মনে না করে যে এই কবরস্থানে কবরস্থ হলেই সে জান্নাতি কেননা এর অর্থ এটা নয় যে এই কবরস্থান কাউকে বেহেশতী করে দিবে বরং আল্লাহ্ তা’লার কথার অর্থ হচ্ছে শুধু মাত্র বেহেশতীদের এখানে কবরস্থ করা হবে।(রিসালাহে ওয়াসিয়াত, রুহানি খাজায়েন;২০ তম খন্ড, পৃষ্ঠা:৩২১ টিকা) অতএব ইসলাম আহমদীয়াত সম্পর্কে না জেনে এমন মিথ্যা বাদীর দায়িত্ব আমরা আল্লাহ তা’লার কাছে ছেড়ে দিচ্ছি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: