অর্থনৈতিক সংকট মুহুর্তে কি কি করনীয়।। দেশে খাদ্য সংকট হলে যা করবেন
Автор: Greenz BD
Загружено: 2022-05-30
Просмотров: 78
Описание:
অর্থনৈতিক বা খাদ্য সংকট মুহুর্তে কি কি করনীয়।। দেশে খাদ্য সংকট হলে যা করবেন
মাসিক খরচঃ দামী খাবার পরিহার করতে হবে । কম দূরুত্বের পথ পায়ে হেটে অতিক্রম করতে হতে । চা, সিগারেট, সফট ড্রিংস ইত্যাদি কমাতে হবে । তেল, গ্যাস, পানি ইত্যাদি ব্যবহার কমাতে হবে । ইন্টারনেট বা মোবাইল ব্যবহার প্রয়োজনের মধ্যে নিয়ে আসতে হবে ।
বিলাসী পণ্য চাহিদাঃ গাড়ী- প্রাইভেট কার, মোটরসাইকেল ইত্যাদি । অলংকার- সোনা, ডাইমন্ড বা দামী যেকোন অলংকার, ফার্নিচার । হোম এপ্লাইয়েন্স- এসি, রেফ্রিজারেটর, ইলেক্ট্রিক ডিভাইস ইত্যাদি
অপ্রয়োজনীয় কেনা-কাটাঃ হুটহাট বাজার করা পরিহার করতে হবে । প্রয়োজন ছাড়া শপিং যাওয়া ত্যাগ করতে হবে । নির্দিষ্ট টাকা’র বাইরে বাজার করা পরিহার করতে হবে
রুচির পরিবর্তনঃ দামী মাছ মাংস পরিহার করতে হবে । মাছ-মাংস খাওয়ার ফ্রিকুয়েন্সি কমাতে হবে । রেস্টুরেন্ট এ খাওয়ার ফ্রিকুয়েন্সি কমাতে হবে । সবজির প্রতি আগ্রহ বাড়াতে হবে। নাস্তা জাতীয় খাবারে বিলাসীতা কমাতে হবে ।
আড্ডা ও বাইরে ভ্রমণঃ আড্ডা দেয়ার অভ্যাস থাকলে কমাতে হবে । দেশ-বিদেশে ভ্রমণ পরিহার করতে হবে ।
বিদ্যুৎ ব্যবহারঃ জাঁকজমকপূর্ণ বাতি পরিহার করতে হবে । প্রয়োজন ছাড়া সকল সুইচ সময়মত বন্ধ করতে হবে । দিনের আলো ও প্রাকৃতিক বাতাস ব্যবহার করতে হবে । ওভেন বা ওয়াশিং মেশিন ব্যবহার কমাতে হবে ।
দেশীয় উৎপাদনঃ কোন যায়গা খালি রাখা যাবে না- বাড়ির ছাদ থেকে শুরু করে গ্রামের উঠানে পর্যন্ত চাষাবাদ শুরু করতে হবে । চাষাবাদে সর্বোচ্চ পরিমাণ মনোযোগ দিতে হবে । খাদ্য গ্রহণের ক্ষেত্রে দেশীয় খাবারকে প্রাধান্য দিতে হবে ।
কর্মদক্ষতাঃ একসাথে অধিক কাজ করার ক্ষমতা অর্জন করতে হবে । নিজে কিছু আবিষ্কার করার চেষ্টা করতে হবে । অধিক সময় ধরে কাজ করার সক্ষমতা অর্জন করতে হবে । পাশাপাশি অলসতা দূর করে সময়মত কাজ শেষ করতে হবে ।
আয়ের উৎসঃ ঘরোয়া পরিবেশে মেয়েদের আয়ের সুযোগ- হস্তশিল্প, অনলাইন বিজনেস, সেলাই ইত্যাদি। গৃহপালিত পশু-পাখির প্রতি আগ্রহ বাড়াতে হবে।
সামাসজিক সচেতনতাঃ নিজ নিজ জায়গা থেকে সচেতনতা বাড়াতে হবে। মসজিদ বা যেকোন ধর্মীয় উপাসনালয়ে এ বিষয়ে ধারনা দেয়া যেতে পারে। গণমাধ্যম, এসএমএস, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সচেতনতা বাড়ানো যেতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: