গায়ের লোম দাড়িয়ে যাবে আপনার 😱 বাংলাদেশ বনাম ভারতের লোমহর্ষক বরাইবাড়ি যুদ্ধের ঘটনা | Trendz now
Автор: Trendz Now
Загружено: 2021-01-23
Просмотров: 1831748
Описание:
১৮ই এপ্রিল, ২০০১ সাল। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে ঢুকে পড়লো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটা দল, তাদের উদ্দেশ্য ভয়ানক। কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা চলছে, এই ছোটলোক বাংলাদেশীগুলোকে একটা শিক্ষা না দিলেই নয়! পিচ্চি একটা দেশ হয়ে ওরা আবার চোখ রাঙায় কী করে? চোখটা তাই গেলে দিতে হবে। পুড়িয়ে দিতে হবে ঘরবাড়ি, ফেলতে হবে লাশ, জায়গাটাকে শ্মশান বানাতে হবে রাতের আঁধারে। কিন্ত বিএসএফ সেনাদের জানা ছিল না, কি ভয়ানক পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে, জানলে এই পথে পা বাড়ানোর সাহস তাদের কোনোদিনই হতো না।
প্রিয় দর্শক, আজ যে ঘটনাটি আপনাদের জানাতে যাচ্ছি, সেটি ঘটেছিল আজ থেকে প্রায় বিশ বছর আগে, কুড়িগ্রামের রৌমারীতে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়েছিল বিডিআর এবং বিএসএফ। বিনা উস্কানীতে ভারতীয় সীমান্তরক্ষীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল, আর তাদের সমুচিত জবাব দিয়েছিল বিডিআর। তিনশো বিএসএফকে রুখে দিয়েছিল বিডিআরের জনাকয়েক সেনা, তাদের সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসী। অফিসার সহ মোট ষোলোজন সেনার লাশ পেছনে ফেলে সেদিন পালিয়ে গিয়েছিল বিএসএফ, রচিত হয়েছিল বিডিআরের বীরত্বগাঁথা। বড়াইগ্রাম যুদ্ধ নামে যে ঘটনাটি লিপিবদ্ধ আছে ইতিহাসে, সেই যুদ্ধের গল্পই আজ শোনাব আপনাদের।
#BDR #vs #BSF
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: