আম্রপালি আমের রোগ প্রতিরোধে করণীয়
Автор: Hasin Agro
Загружено: 2021-07-04
Просмотров: 28
Описание: বাণিজ্যিকভাবে অত্যন্ত সফলভাবে উৎপাদন হচ্ছে আম্রপালি আম। বারি উৎপাদিত আমগুলোর মধ্যেই আম্রপালি সবচাইতে জনপ্রিয়। রসাল ও সুমিষ্ট এই আম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ স্থান অর্জন করে রয়েছে নওগাঁ জেলা। নওগাঁয় ছোট-বড় প্রায় 6000 আম বাগান রয়েছে শুধু আম্রপালি উৎপাদনের জন্য। আম্রপালি আম প্রতিবছরই গাছে পর্যাপ্ত পরিমাণ ধরে এবং প্রচুর ফলন হয়ে থাকে। লেট ভ্যারাইটি হিসাবে এটি কৃষক এবং ভোক্তা পর্যায়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু প্রতিবছরই উৎপাদককে আম পচা দাগ এবং ফেটে যাওয়ার ভোগান্তিতে পড়তে হয়। হাম ফেটে যাবার কারন গুলোর মধ্যে রয়েছে গাছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ধরনের ঘাটতি এবং আগাছা সহ বাগান পরিচর্যার অভাব। আমবাগানে দাগের জন্য রয়েছে মূল কারণ হলো আগাছা নাশক স্প্রে করুন এবং পানি আটকে রাখা। অবস্থায় পত্নীতলা উপজেলার ইউনিয়নের আম বাগান ভিজিট করে আমাদের এই প্রতিবেদনটি দেখুন এবং সম্ভাব্য রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন বাগান গড়ে তোলার জন্য আপনি এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো মেসেজ পেয়ে যাবেন। বাণিজ্যিক বাগান হোক কিংবা উঠান বাগান হোক যেখানে বাগান করুন না কেন আম্রপালি আম ধরানো খুবই সহজ। বাংলাদেশের মাটি ও জলবায়ু এই আম উৎপাদনের জন্য সহায়ক বিধায় কৃষক পর্যায়ে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। আমের মিষ্টতা, গঠন এবং চাহিদা এই এলাকায় আম উৎপাদনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানকার ব্যবসায়ী খোক বিভিন্ন পেশাজীবী মানুষরাও আম বাগানের দিকে ঝুঁকে পড়েছেন। কিন্তু আবউত পাদন এ যে পরিমাণ পড়াশোনা এবং দক্ষতার প্রয়োজন তা এখন পর্যন্ত কৃষকরা অর্জন করতে পারে নাই। করণা ক্রান্তিকালে বর্তমানে আমের যে পর্যন্ত বাজার সেখানে প্রতিমণ আম্রপালি আম বিক্রি হচ্ছে পনেরশো থেকে 2000 টাকা। সেখানে দাগ একবার সমস্যাযুক্ত আম বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা মণ হিসাবে। আমাদের সচেতনতা ঘাটতির কারণেই প্রতি মোহ নামে প্রায় এক হাজার টাকা লস হচ্ছে প্রতিনিয়ত। শুধুমাত্র রাসায়নিক সার নির্ভর বাগান আম উৎপাদনের জন্য অনুকূল নয়। হারভেস্ট এরপরে স্যানিটেশন প্রুনিং এবং ফার্টিলাইজার প্রয়োগের ক্ষেত্রে আমাদের ব্যাপক ঘাটতি রয়েছে। আমরা আমাদের ভিডিওতে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এছাড়াও পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় পানি সেচের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উৎপাদনে সহায়ক পরিবেশ হলেও কৃষক পর্যায়ে তা সফলতা পাচ্ছে না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: