রাজ্যপাল ডঃ ইন্দ্রসেনা রেড্ডি সাবরুম মহকুমা শ্রীনগর সীমান্তে হাট পরিদর্শনে আসেন
Автор: navin tripura
Загружено: 2024-07-09
Просмотров: 425
Описание:
navin tripura news amra achi apnader sata
৯ই জুলাই মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় দক্ষিণ জেলার সাবরুম মহকুমা শ্রীনগর সীমান্তের একমাত্র বর্ডার হাট পরিদর্শনে আসেন ত্রিপুরার রাজ্যপাল ডঃ ইন্দ্রসেনা রেড্ডি । ভারতের বিভিন্ন ব্যবসায়ীগনের সাথে, বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী শুটকি ব্যবসায়ী এবং লোকাল উৎপাদিত সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেন। কথা বলেন বাংলাদেশের ফেনী জেলার এডিএম এর সাথে। পরিশেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেনএই সীমান্ত হাট খুব সুন্দর এবং সুশৃংখল। তিনি সীমান্ত হাটের সার্বিক সাফল্য কামনা করেন এবং দুই দেশের মানুষদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যেন আরও সুদৃঢ় থাকে সেই দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান । তাছাড়া সীমান্তহাটের বেশ কিছু জায়গায় কাটাতারের বেডা ছিড়ে যায় এ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি বলেন এই বিষয়টি নিয়ে অবশ্যই কথা বলবেন । উল্লেখ্য তেরোই জানুয়ারি ২০১৫ সালে শ্রীনগর সীমান্তে বর্ডার হাট চালু হয়। রাজ্যপাল ডক্টর ইন্দ্রসেনা রেড্ডি সীমান্ত হাটে আসাকে কেন্দ্র করে গোটা সাব্রুমের পুলিশ প্রশাসন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা তাঁর নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করে । ত্রিপুরা রাজ্যপাল ডঃ ইন্দ্র সেনা রেডির সফর নিয়ে সীমান্ত গ্রাম গুলিতে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
• রাজ্যপাল ডঃ ইন্দ্রসেনা রেড্ডি সাবরুম মহকুম...
• রাজ্যপাল ডঃ ইন্দ্রসেনা রেড্ডি সাবরুম মহকুম...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: