সুনামগঞ্জ ৪ আসনে কে হবেন বিএনপির যোগ্য প্রার্থী ?
Автор: newturn24
Загружено: 2025-10-21
Просмотров: 321
Описание:
সুনামগঞ্জ ৪ আসনে কে হবেন বিএনপির যোগ্য প্রার্থী ?
সুনামগঞ্জ প্রতিনিধি :
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের আন্দোলনে সুনামগঞ্জ জেলা বিএনপি’র যে সমস্ত নেতা জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তারা আজ দলের কাছে অবহেলিত। যারা কোটি কোটি টাকা জেলার বিভিন্ন বালু-পাথর মহাল ও অবৈধ ভাবে সীমান্তে চোরাচালানীদের সাথে থেকে লুটপাট করে নিজের পকেট ভাড়ি করে শহরে বিশাল বিশাল শো-ডাউন দিচ্ছেন আগামী নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার জন্য দল কি তাদের মূল্যায়ন করেন। না যারা কারাবন্দি হয়ে নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এবং তৃণমূল বিএনপি নেতাকর্মির কাছে গ্রহণ যোগ্য ব্যক্তি তাদের বাদ দিয়ে লুটপাটকারীদের আশ্রয় দিবেন সে প্রশ্ন আজ তৃণমূল বিএনপি নেতাকমিদের মাঝে। প্রয়াত তিন বারের হুইপ এডভোকেট ফজলুল হক আসফিয়ার ছেলে ব্যারিস্টার আবিদ, দেওয়ান জয়নুল জাকেরীন, আবুল মনসুর শওকত, সেলিম উদ্দিন সহ যারা বিএনপি’র দু:সময়ে কাণ্ডারি ছিলেন তাদের বাদ দিয়ে লুটেরাদের তৃণমূল বিএনপি কিছুতেই মেনে নেবে না বলে সুনামগঞ্জ -০৪ আসনের বিএনপির তৃণমূল ভোটাররা জানান।
: https://newturn24.com/সুনামগঞ্জ-৪-আসন...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: