চোখের একটি পশমের কারণে শাস্তি মুক্ত । সব প্রসংশা মহান আল্লাহর
Автор: ছোট আমল ও ফজিলত
Загружено: 2025-11-03
Просмотров: 90
Описание:
🌹A- অগণিত গুনাহ থেকে মুক্তি
🥀B-অগনিত নেকি অর্জন করা
আপনার ব্যক্তিগত ইচ্ছা । এইটা পড়ুন একটু সময় নিয়ে বেচে যাবেন অজান্তে করা অগনিত গুনাহ থেকে ।
আচ্ছা আপনারা সবাই রিচার্জের দোকানতো চিনেন । এইটার একটা বিশেষ দিক আছে । বিশেষ দিকটা হচ্ছে আপনার শুধু একটা নাম্বার দোরকার হয় । আপনি চাইলে যেকোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন । ঠিক তো । যার নাম্বারে রিচার্জ করবেন সে যদি অনুমতি না দেয় তাহলেও আপনি রিচার্জ করতে পারবেন । সে যদি মরেও যায় , তবুও কিন্তু তার সিমে রিচার্জ যাবে ।
খারাপ দিক 👹
আপনি তো আপনার বাস্তব জীবণে ফেসবুক , বিভিন্ন ধরনের সোসিয়াল মিডিয়া ব্যবহার করেন । যেখানে আপনি দিন শেষে একটু আনন্দের জন্য আসেন । হঠৎ করে একটা রিলস বা অনেক হাসির পোস্ট আপনার খুবি ভালো লাগলো । আপনি সাথে সাথে আপনার কোনো প্রিয় অথবা কারো সাথে শেয়ার করলেন এই ভেবে যে, সে এইটা দেখার সময় কি ভাববে , কীভাবে হাসবে ।এখানে খারাপ দিকটা কোথায় , দেখেন আমাদের ইসলাম অট্ট হাসি হাসাটাও সাপোর্ট করে নাহ , সেখানে তার হাসি টার জন্য যদি তার পাপ হয় তাহলে সমপরিমান পাপ আপনার হবে কারণ হাসির কারণটা ছিলেন আপনি । যতদিন ওই ভিডিওটা দেখে বা ওেই ভিডিওটার কথা মনে করে সে হাসবে ততদিন আপনিও তার পাপের অংশিদার হবেন । এর মাজেই যদি সে মরে কবরে চলে যায় । তখনো যেই মানুষগুলো তার শেয়ারকৃত ভিডিও দেখে যত পাপ করবে সবগুলোর সমান ভাগ সেও পাবে । একেই বলে রিচার্জ । অর্জিনালি একটা হাস্যকর অথবা এমন ভিডিও আপনার প্রোফাইলে ছারলেন যা দেখে মানুষের গুনাহ হবে । েএমন করা অর্থাৎ আপনি আপনার গুনাহ রিচার্জের নাম্বার শয়তানকে দেওয়া একটাই কথা । আপনার শেয়ার করা একটা ভিডিও দেখে যদি কেও কোনো রকমের গুনাহ করে । তাহলে আপনি পাবেন তার ভাগ সারাজীবন মৃত্যুর পরেও । যাকে বলে অগণিত । আপনি শুধু কেন এতো গুনাহের অংশিদার হবেন যেই গুনাহ আপনি নিজে কোনোদিন করেনিনি । আপনি ভালো কাজ করেননাহ , তাইবলে খারাপ কাজেও কাওকে হেল্প করিয়েনননাহ ।
ভালোদিক 🙂🙂
এখন আপনি এইটা এইভাবে চিন্তা করেন , যে আপনি একটা ইসলামিক পোস্ট আপনার প্রোফাইলে শেয়ার করলেন বা ভালো কাজের একটা ভিডিও আপনার প্রোফাইলে শেয়ার করলেন , কিংবা একটা ছোটো দোয়া শেয়ার করলেন । হতে পারে অনেকে ওই দোয়াটি জানেনা । কিন্তু আপনার পোস্ট টা দেখে সে যদি একবারো পরে , আপনি তার সমপরিমান নেকি পাবেন যতটুকু সে পাবে । আপনার মৃত্যুর পরেও যতদিন ওই দোয়াটা পড়বে ততদিন আপনি রিচার্জের দোকানের মতো নেকি পেতেই থাকবেন । আবার যদি আপনার শেয়ার করা পোস্ট টা আপনার আরো একটা ফ্রেন্ড শেয়ার করে তাহলে তার প্রোফাইলে যতদিন দেখবে আপনি নেকি পেতেই থাকবেন ।
আবার আপনি যেমন কোনো জায়গায় ওয়াজ শুনতে যাওয়ার সময় আপনার বন্ধুকে নিয়ে গেলে তাকে নিয়ে যাওয়ার কারণেও নেকি লেখা হয়। যেমন এই পেইজটাতে আমরা ইসলামিক বিভিন্ন হাদিস শিক্ষা তুলে ধরবো , বিভিন্ন ছোট আমল এবং ফজিলত তুলে ধরবো , বিভিন্ন ধরনের ভালো কাজ তুলে ধরবো । ইসলাম জীবন ব্যবস্থা তুলে ধরবো । আপনার সাহায্যে যদি কেও এই পেইজটা সম্পর্কে জানতে পারে তাহলে ওই লোকটি আমাদের এই পেজের থেকে একটা আমল সম্পর্কে জানতে পারলো এবং ওইটা অনুযায়ী আমল করলে আপনিও সমান সমান নেকি পাবেন । যাকে বলে ভালো কাজের ব্যবসা । যার কারণে আপনি অগনিত নেকি পেতে থাকবেন মৃত্যুর পরেও ।
এখন সারাদিন তো এমনি ফেসবুক চালান, একটু সময় দিয়ে আমাদের এই পেইজটা শেয়ার করে দেন প্রোফাইলে । এই পেইজটাতে ইনভাইট বা শেয়ার করেন । তাহলে যতজন রিসপোন্স করবে অথবা এই পেইজটার মাধ্যমে যদি একটা ভালো কাজো করে তাহলে পেতে থাকবেন নেকি ।
আমাদের এই চ্যানেলটি থেকে যদি মহান আল্লাহ তায়ালার রহমতে কোনো টাকা আয় হয় ।
সেই টাকার 90% দিয়ে ইসলামিক কাজে দেওয়া হবে ইনশাআল্লাহ ।
আমার মনে হয়না যে এই পোস্ট টা সম্পূর্ণ পড়বে । সে কোনোদিন এই কাজগুলো করবে না ।
এখন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা । আপনি কোন রাস্তায় হাটবেন । আপনার একটা লাকইক এই পোস্ট টাকে ৫ জনের সামনে নিয়ে যাবে ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: