Cellular Signal Repeater || Network Booster 2G 3G 4G Price in Bangladesh
Автор: Mobile Network Signal Booster
Загружено: 2021-10-08
Просмотров: 260
Описание:
/ internetshopping.co.kr নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন, আপনার ফোনে নেটওয়ার্ক সিগন্যাল খুবই কম কিংবা সিগন্যাল প্রায়ই চলে যায়, আপনার বাসা রুম বাড়ি দোকান অফিসের বাইরে মোবাইলের নেটওয়ার্ক আছে অথচ রুমের ভেতরে গেলে মোবাইলে সিগন্যাল পাচ্ছেন না, ইন্টারনেট 📡 ব্রাউজিং করতে পারছেন না, শান্তিমত কথা বলতে পারছেন না, কল ড্রপ হচ্ছে ইত্যাদি সমস্যায় আপনি জর্জরিত ! আমরা দিচ্ছি সাশ্রয়ী মূল্যে স্মার্ট মোবাইল সিগন্যাল বুস্টার। মোবাইল নেটওয়ার্কের যেকোন সমস্যা আমরা শতভাগ চ্যালেঞ্জ গ্রহণ করে সার্ভিস দিয়ে থাকি। নির্দিষ্ট কভারেজ এরিয়ার মধ্যে যতটা মোবাইল ফোন থাকবে যেইকোনো অপারেটরের সিম থাকুক না কেন সকল সিমে একসাথে ফুল নেটওয়ার্ক থাকবে।
নেটওয়ার্ক বুস্টার একধরনের ডিভাইস যা ব্যবহার করে মোবাইলের সিগন্যালের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যদি আপনার ঘরের দেওয়াল অথবা কোনো বাধা যার ফলে নেটওয়ার্কের সিগন্যাল আপনার ঘরের ভেতর পর্যন্ত নেটওয়ার্ক না আসে , কিন্তূ ঘরের বাইরে যদি ভালো নেটওয়ার্ক সিগন্যাল থাকে তাহলে নেটওয়ার্ক বুস্টার ব্যবহার করলে বাইরের নেটওয়ার্ক সিগন্যাল টি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে নেটওয়ার্ক বুস্টারের মাধ্যমে।
তবে আপনার বাসার আশেপাশে নেটওয়ার্ক না থাকে তাহলে Booster ডিভাইস কোন রকমের সাহায্য করতে পারবে না। নেটওয়ার্ক বুস্টার তখনই ব্যবহার করবেন যদি আপনার বাড়ির বাইরে নেটওয়ার্কের সিগন্যাল থাকা সত্ত্বেও বাড়ির ভেতরে নেটওয়ার্ক প্রবেশ করতে পারছে না তখনি এটি কাজে দেবে।
সাধারণত অফিস ঘরের ভেতর শক্তিশালী নেটওয়ার্ক সিগন্যালের জন্য ব্যবহার করা হয় এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মোবাইল নেটওয়ার্ক বুস্টার/ডিভাইসটি। যা কিনা প্যাকেজ আকারে আমাদের কাছে পাওয়া যাচ্ছে সাথে এক বছরের ফ্রি ওয়ারেন্টি সার্ভিস।
নেটওয়ার্ক বুস্টার ডিভাইসটি এটা শুধু একটা ডিভাইস না, এটা একটা কমপ্লিট প্যাকেজ। যার মাঝে রয়েছে, একটি নেটওয়ার্ক বুস্টার ডিভাইস, একটি গোলাকার ইনডোর এন্টেনা, এই এন্টেনার সাথে রয়েছে, ১০ মিটার ক্যাবল এবং কানেকটর, একটি আউটডোর এন্টেনা: এই এন্টেনার সাথে রয়েছে, ২০ মিটার ক্যাবল এবং কানেকটর, কিছু একসাসারিজ, ইউজার ম্যানুয়াল গাইড ও ওয়ারেন্টি কার্ড।
নেটওয়ার্ক বুস্টার ডিভাইস/বুস্টারের উপর এলসিডি ডিসপ্লে আছে যেখান থেকে নেটওয়ার্ক সিগন্যাল দেখা যাবে। এই সিগন্যাল দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কততুটু সিগন্যাল এই ডিভাইস বুস্ট করতে পারছে। মোবাইল নেটওয়ার্ক 📵 ভয়েজ কিংবা ইন্টারনেট📡ডাটা নেটওয়ার্কের যেকোন সমস্যা সমাধানে দারুন কার্যকরী। নেটওয়ার্ক সিগন্যাল বুস্টার ব্যবহারের সুবিধাগুলোঃ
💥শতভাগ স্ট্রং সিগন্যাল
💥কল ড্রপ কথা কেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই
💥মোবাইলের সাথে কোনো তারের সংযোগ লাগে না
💥২জি/৪জি/৩জি নেটওয়ার্ক এক সাথে ব্যবহার করা যাবে
💥মোডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে
💥ফোনের ব্যাটারির Life-Time বাড়ানোর জন্য
💥কভারেজ এরিয়াঃ ৪৫০০ স্কয়ার মিটার পর্যন্ত
জেনে নিনঃ নেটওয়ার্ক বুস্টার দামকত ? কোথায় পাওয়া যায় ? মোবাইল ফোন সিগন্যাল বুস্টার ডিভাইসটি সত্যিকার অর্থে ঘরে অফিসের ভেতরে কাজ করে কিনা ?
এই ধরনের হাজারটা প্রশ্নের/সমস্যার সঠিক সমাধান নিতে কিংবা আপনার বাসা অফিসের ভিতরে নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে অনুগ্রহপূর্বক পোস্টে মন্তব্য না করে আমাদের অনলাইন কাস্টমার কেয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সমাধান নিনঃ +8801772277088
শুধু পণ্য/সেবা বিক্রি করাই নয়;
আমাদের আছে নিজস্ব টেকনিশিয়ান দ্বারা প্রতিমাসে পন্যের সার্ভিস কোয়ালিটি পর্যবেক্ষণ তত্ত্বাবধান করার ব্যবস্থা এবং যুগোপযোগী প্রযুক্তি আপডেট করা। ই-কমার্স মানি রিটার্ন পলিসি অনুযায়ী পণ্য বিক্রি করে থাকি তাই আপনি দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে বা অফলাইনে নিরাপদ ভাবে নিশ্চিন্তে অর্ডার করতে পারবেন।
এছাড়া পন্যের কোয়ালিটি স্পেসিফিকেশন, এভেইলেবল মডেল ইত্যাদি সম্পর্কে জানতে গুগল ফেসবুক ইউটিউব সাইটে #MNSBBD লিখে মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: