রাত ১টার বেদনা থেকে সকাল ১০টার সফল নরমাল ডেলিভারি | ডা. শাকিলা মল্লিক | Alif Mim Hospital
Автор: Alif Mim Hospital and Diagnostic Centre
Загружено: 2025-11-13
Просмотров: 2076
Описание:
রাত ১টার দিকে হঠাৎ এক গর্ভবতী মায়ের প্রসব বেদনা শুরু হয়,
সাথে গর্ভের পানি ফেটে যায় 💧
পরিবার দ্রুত তাঁকে নিয়ে ছুটে যায় লক্ষ্মীপুরে সেই ডাক্তার-এর কাছে
যাঁর কাছে তারা নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন।
কিন্তু সেখানে গিয়ে তারা শোনে —
👉 “এখন আর দেরি নয়, সিজার করতেই হবে!”
তারা হতাশ হয়, কারণ তাদের ইচ্ছা ছিল নরমাল ডেলিভারি।
তারপর তারা আরেকটি হাসপাতালে যায়,
কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কোনো ডাক্তার উপস্থিত ছিলেন না।
এরপর তারা সদর হাসপাতালে যান —
সেখানেও প্রত্যাশিত সহযোগিতা পাননি। 😔
অবশেষে ভোর ৫টার দিকে তাঁরা চলে আসেন
আলিফ মীম হাসপাতাল ও ডা. শাকিলা মল্লিকের কাছে।
ম্যাডাম রোগীকে চেকআপ করে বলেন —
👉 “আল্লাহর ইচ্ছায় আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ নরমালই হবে।”
তাৎক্ষণিকভাবে রোগীকে ভর্তি করে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেওয়া হয়।
ম্যাডামের তত্ত্বাবধানে একাধিক ট্রায়াল ও ধৈর্যপূর্ণ প্রচেষ্টার পর
সকাল ১০টার দিকে আলহামদুলিল্লাহ, সফলভাবে নরমাল ডেলিভারি সম্পন্ন হয়! 👶
মা ও শিশু দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ আছেন 💖
এই গল্পটি শেখায় —
যেখানে বিশ্বাস, ধৈর্য ও অভিজ্ঞ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত থাকে,
সেখানে অনেক অসম্ভবকেও সম্ভব করা যায়। 🌸
⸻
🏥 **আলিফ মীম হাসপাতাল —
যেখানে সিজার নয়, বিশ্বাস ও যত্নেই হয় নরমাল ডেলিভারি।**
একটি কথা জানিয়ে রাখি —
আলিফ মীম হাসপাতাল 24 ঘন্টা গাইনী চিকিৎসক দ্বারা
নরমাল ডেলিভারি, ডিএনসি, ও সিজার করা হয়।
#DrSakilaMollick
#AlifMimHospital
#NormalDeliverySuccess
#SafeMotherhood
#HealthyBabyHealthyMom
#GyneSpecialist
#LaxmipurHospital
#SavingLivesWithCare
#FaithOverFear
#HumanityInService
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: