ভারতের সবচেয়ে দামি ৫ ট্রেন, যে ট্রেনগুলির টিকিট বুক করতে ১০ বার ভাবেন আম্বানিরাও, জানুন
Автор: Akash Barta
Загружено: 2023-07-31
Просмотров: 68
Описание:
প্রযুক্তি ও উন্নত পরিষেবার দিক থেকে ভারতীয় রেল এখন অনেকটাই এগিয়ে আছে। অপরিচ্ছন্নতা এবং অনুন্নত পরিষেবার জন্য অনেকে রেলকে খুব অপছন্দ করতো কিন্তু মধ্যবিত্তদের কাছে রেল হল যাতায়াতের সবথেকে বড় মাধ্যম। রেলকর্মীরাও নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করত না। তবে বর্তমানে ট্রেনের গতি এবং পরিষেবা দুটোতেই অনেক স্বাচ্ছন্দ্য চলে এসেছে। ভারতীয় রেলের বন্দে ভারত ট্রেন হল এর সবথেকে বড় উদাহরণ। এই দেশে এমন কিছু ট্রেন রয়েছে যেগুলোর কামরা থেকে শুরু করে শৌচাগার পর্যন্ত সবই খুব অপরিচ্ছন্ন। আবার এমন অনেক ট্রেন আছে যা হার মানিয়ে দেবে যে কোন সাত তারা হোটেলকেও। এই রাজকীয় ট্রেনগুলোর পরিষেবা এবং আভিজাত্য দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না, আর সেই কারণে এই ট্রেনগুলো ভারতের সবথেকে ব্যয়বহুল ট্রেন বলে গণ্য হয় (Most Luxurious Train)। এই ট্রেনগুলোতে যাত্রা করলে আপনার নিজেকে রাজা মহারাজা মনে হবে কিন্তু এর খরচ অত্যন্ত ব্যয়বহুল। এই ট্রেনগুলোর একটি টিকিটের দাম দিয়ে বাড়ি-গাড়ি, হিরে, মনি-মানিক্য সবকিছুই কিনতে পারবেন।
#indianrailways #indianrailway #railway
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: