এই বসন্তের শেষে সবুজে সবুজ লক্ষী বাওড় । লক্ষ্মী বাওড় সোয়াম্প ফরেস্ট । করতীর বন । Laxmi Baor ।
Автор: Manoj Diary
Загружено: 2022-04-21
Просмотров: 234
Описание:
অনেক সময়ই অনেক জায়গাকে বলা হয় বাংলার কাশ্মির, বাংলার সুইজারল্যান্ড..... ইত্যাদি । কিন্তু এইরকম ভাবে একটা জায়গাকে বিশেষায়িত করাটা আমার খুব একটা পছন্দ নয়, তবে কেউ যদি লক্ষী বাওড়কে (করতীর বন) হবিগঞ্জের রাতারগুল বলেন তাহলে সেটা লক্ষী বাওড়ের জন্য অপমানজনক-ই হয়ে যায় ! শুকনো হাওরের সবুজ রুপ-ই যদি আমাকে বিমোহিত করতে পারে তাহলে ভরা বর্ষার করতীর বন তো আমাকে আচ্ছন্ন করে রাখবে বলে আশা করি ।
রোড ম্যাপ : দেশের যেকোন জায়গা থেকে হবিগঞ্জ আসতে হবে, হবিগঞ্জ থেকে বাইক/সিএনজিতে করে বানিয়াচং "বড় বাজার" যেতে হবে । সেখান থেকে শুকনো মৌসুমে যে কোন গাড়ি নিয়েই চলে যাওয়া যাবে লক্ষী বাওড়ে । স্থানীয়রা এই বনকে করতীর জঙ্গল নামে ডাকেন, আদর্শ বাজারে যাবার আগে ব্রিজের পাস ধরে যে রাস্তা চলে গেছে সেটা আপনাকে সরাসরি পৌঁছে দিবে লক্ষী বাওড়ে ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: