Agartala Raj Bari Inside View / Ujjaynta Palace
Автор: Soyad Joy Vlog
Загружено: 2022-06-16
Просмотров: 56
Описание:
Agartala rajbari inside view in visit ujjaynta Palace
আগরতলা প্রাণকেন্দ্র অবস্থিত রাজবাড়িটি। যা উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে সমৃদ্ধ উজ্জয়ন্ত প্রাসাদ জাদুঘর এটি।এই রাজবাড়িটি প্রায় ২০ একর জমির ওপর অবস্থিত।
১৯০১ সালে দিকে তৎকালীন রাজা রাধা কিশোর মানিক্য এই বাড়িটি তৈরে করেন। রাজ প্রাসাদটি খুব পরিস্কার ও পরিচ্ছন্ন। প্রাসাদের বাইরে দিকে দুইটি বড় বড় দিঘি রয়েছে। রাজবাড়ি নিচে আর উপরে রয়েছে সুন্দর পরিপাটি সাজানো জাদুঘর। জাদুঘরটিতে আছে ভারতের বিভিন্ন রাজ্যগুলো প্রত্নতত্ত্ব, চারুশিল্পের অনেক নির্দশন।
জাদুঘরের প্রত্নতত্ত্ব বস্তর পাশে লেখা আছে ত্রিপুরা জাতির নিজস্ব ভাষা ককবরক, বাংলা ও ইংরেজি বিবরণ। একই সাথে বিভিন্ন গ্যালারিতে সাজানো রয়েছে দেবদেবীর মূর্তি, মৃৎশিল্প, পোড়া মাটি ও ব্রোঞ্জ নির্মিত মূর্তি। সোনা-রুপা ও তামার মুদ্রাসহ তৈলচিত্র, বস্ত্র, অলঙ্কারও আছে। আদিম যুগের বেশ কিছু শিলালিপি ও সাজানো আছে সাথে বিভিন্ন মানচিত্রও।
মহাকাব্য সংগ্রহে আছে এখানে। ত্রিপুরা রাজা মানিক্য রাজবংশের চিত্র ও ইতিহাস। উপজাতির সংস্কৃতি পেইন্টিং ভারতীয় বিভিন্ন সংস্কৃতির নিদর্শন। আরো আছে বিশ্বকবি রবীন্দ্রনাথের বিভিন্ন বই রবীন্দ্র গ্যালারিতে।
এক জায়গা গিয়ে চোখ আটকে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধের গ্যালারিতে। এই গ্যালারিতে রয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে থেকে আসা শরর্ণাথীদের বিভিন্ন দুর্লভ ছবি। আর এই ছবিগুলো তুলেছেন তৎকালীন ফটোসাংবাদিক রবিন সেনগুপ্ত।
ছবিগুলোতে ফুটে উঠছে শরর্ণাথীদের দুর্দশার চিত্র। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অপারেশনসহ যুদ্ধের সময় বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত সংবাদ, ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি সাজানো রয়েছে গ্যালারিতে; যা নিজ চোখে না দেখলে বুঝানো যাবে না।
এই রাজবাড়ি জাদুঘর মন্দির দীঘি ঘুরে খুব ভালো লাগবে। জাদুঘরটিতে দুষ্পাপ্য অনেক জিনিস দেখেত পারবেন। পুরো রাজবাড়ি ঘুরে সাথে জাদুঘরে বিভিন্ন জিনিস দেখে ভারতের বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।
রাজবাড়ির বাহিরে যত ছবি তোলা তুলতে পারবেন কিন্তু ভিতরে ছবি তোলার উপায় নেই। রাজবাড়িতে প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য ২০ রুপি বিদেশি পর্যটকদের জন্য ২৫০ রুপি দিতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: