[Mushfiq Sir bayan],হজরত মুশফিক আহমাদ(রহঃ), এর বয়ান arabic
Автор: আল্লাহ্ ওয়ালাদের জবান থেকে
Загружено: 2021-04-21
Просмотров: 136
Описание:
#হজরত_মুশফিক_আহমাদ (রহঃ) এর বয়ান
#Mushfiq_Sir_bayan
#মুশফিক_স্যারের_বয়ান [Mushfiq Sir bayan],হজরত মুশফিক আহমাদ(রহঃ), এর বয়ান
(সাউন্ড আস্তে হয়। Sound is not loud) ; বয়ান শুরু হবে 0 মিনিট 0৯ সেকেন্ড পর হতে।
হজরত মুশফিক আহমাদ (রহঃ) এর সম্পর্কে কিছু কথা
জন্ম: ১৯৪২ সালে সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
পড়াশোনাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স ।
তাবলীগের মেহনতের সাথে আত্মিক সম্পর্কঃ মাস্টার্স করার পর উচ্চতর শিক্ষার জন্য ১৯৬৫ সালের দিকে ফ্রান্সে যান। ওখানেই তাবলীগের সাথে যুক্ত হন। সেই থেকে ফ্রান্সের তাবলীগের মেহনতের সাথে আত্মিক সম্পর্কের সূচনা এবং আজীবন বহুবার মেহনতের নেসবতে ফ্রান্স সফর করেন। পাকিস্তানের বর্তমান আমীর ভাই আব্দুল ওয়াহাব সাহেব (দা.বা.) এর সোহবতে (যিনি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহ. এর সোহবত প্রাপ্ত) দীর্ঘ এক সালেরও অধিক সময় পাকিস্তানে সফর করেন।
অবদানঃ আজকের পশ্চিম ইউরোপের তাবলীগের প্রাণকেন্দ্র ফ্রান্স হওয়ার পেছনে যাদের অবদান উল্লেখ না করলেই নয় তাঁরা হলেন নিজামুদ্দিনের মুরুব্বী আলীগড়ের প্রফেসর সানাউল্লাহ (দা.বা.) ও প্রফেসর মুশফিক আহমাদ রহ.। ফ্রেঞ্চ ভাষায় কুরআনে কারীমের প্রথম তাফসীর লেখক হযরত হামিদুল্লাহ সাহেব রহ. একবার মিশর সফরের সময় তাকে বলেছিলেন, “গোটা ইউরোপ জুড়ে দ্বীনের যত আনওয়ারাত দেখতে পাচ্ছো, তা শুধু তোমাদের দুই জনের কামাই। তুমি আর সানাউল্লাহ।
কর্ম জীবনঃ তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন।
সোহবত ও দোয়াঃ নিজামুদ্দিনের মুরুব্বিরা তাকে অত্যন্ত স্নেহ করতেন। বিশেষ করে হযরতজী এনামুল হাসান রহ. উনাকে অত্যন্ত স্নেহ করতেন, যার সাক্ষী আজও আলীগড়ের মুরুব্বীরা দিয়ে থাকেন। বাংলাদেশের অনেক উলামায়ে কেরামের সাথে তাঁর গভীর মহব্বতের সম্পর্ক ছিল, বিশেষ করে সন্দিপী হুজুর মাওলানা ইদ্রিস সাহেব রহ. তাঁকে বিশেষ স্নেহের নজরে দেখতেন। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহ.-এর বিশিষ্ট খলীফা হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব (দা.বা.) তাঁকে খেলাফত প্রদান করেছেন। এছাড়া, হাফেজ্জী হুজুর রহ.-এর খলীফা হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ (দা.বা.) তাঁকে খেলাফত প্রদান করেছেন।
ইন্তেকালঃ ২রা সেপ্টেম্বর ২০১৫ তারিখে রংপুরে আল্লাহ্ র রাস্তায় সফররত অবস্থায় অত্যন্ত মোবারক আমলী হালতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব (দা.বা.) তাঁর জানাযা নামাজ পড়ান। অতপর বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। (আমীন)।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: