বিটল জাতের একটি মেয়ে বাচ্চা।
Автор: Khalid Bhuiyan
Загружено: 2025-11-16
Просмотров: 2107
Описание:
ছাগলকে গোসল করানোর ৫টি গুরুত্বপূর্ণ উপকারিতা👇
✅ ১. ত্বক ও লোম পরিষ্কার থাকে
ধুলাবালি, ঘাম, ময়লা জমলে ছাগলের ত্বকে চুলকানি, খুশকি ও ব্যাকটেরিয়ার সমস্যা হয়। গোসল করলে এগুলো দূর হয় এবং লোম চকচকে থাকে।
✅ ২. পরজীবী (লাইস, মাইট) কমে
গোসল করলে বাহ্যিক কৃমি, উকুন, মাইট কমে যায়। বিশেষ করে গরমের সময়ে সাপ্তাহিক গোসল অনেক উপকারী।
✅ ৩. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে
গরমকালে ছাগল দ্রুত গরমে স্ট্রেসে পড়ে। গোসল করলে শরীর ঠান্ডা হয়, খাওয়ার ইচ্ছা বাড়ে এবং হিট স্ট্রেস কমে।
❗৪. সংক্রমণ কমায়
গোসল করলে ত্বকের জীবাণু ধুয়ে যায়। ফলে স্কিন ডিজিজ যেমন — ডার্মাটাইটিস, স্ক্যাব, ফাঙ্গাসের ঝুঁকি কমে।
✅ ৫. স্বাস্থ্য ভালো থাকে ও উৎপাদনশীলতা বাড়ে
পরিষ্কার-পরিচ্ছন্ন ছাগল সাধারণত ভালো খায়, দ্রুত বড় হয় এবং দুধ/বাচ্চা উৎপাদনেও ভালো থাকে।
---
🛁 ছাগলকে কখন গোসল করাবেন?
গরমকালে সপ্তাহে ১ বার
শীতে মাসে ১ বার (গরম পানি ব্যবহার করা যাবে)
বর্ষায় প্রয়োজন হলে
---
⚠️ সতর্কতা
খুব ঠান্ডা বা বাতাস বেশি থাকলে গোসল করাবেন না
গোসলের পর ভালোভাবে শুকিয়ে রাখতে হবে
ছাগলের চোখ, নাক, কান যেন পানি দিয়ে না ভরে
খুব ছোট বাচ্চা (১.৫ মাসের নিচে) গোসল না করানো ভালো
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: