MIND-BLOWING Opportunities in Sirajganj Tourism POST-CHINA!
Автор: SIAM AHMED
Загружено: 2025-04-29
Просмотров: 160
Описание:
দুইপাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসের গালিচায় বসে অপূর্ব প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত চায়না বাঁধ থেকে ঘুরে আসতে পারেন। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কূলে এই বাঁধ নির্মাণ করে।
সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর যমুনার অব্যহত ভাঙ্গনের ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয়। যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য ১৯৯৫-২০০০ অর্থবছরে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আড়াই কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই কোম্পানি ১০০ বছরের নিশ্চয়তা (গ্যারান্টি) দিয়ে বাঁধটি নির্মাণ করলেও ২০০৯, ২০১০ ও ২০১১ সালে তিন দফা ধস নামার ঘটনা ঘটে। এ কারণে বাঁধের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর সিরাজগঞ্জে নদী ভাঙন রক্ষায় নেওয়া হয় ব্যপক কর্মযজ্ঞ, এবং এখানেই গড়ে উঠে দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প। এক চায়না বাধেই বন্যা, নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগের এক অঞ্চল কি ভাবে বদলে গেলো কি ভাবেই বা চায়না বাঁধ পর্যটন কেন্দ্রে পরিণত হল? তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক...
#চায়নাবাঁধ
#সিরাজগঞ্জ
#sirajganj
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: