গ্রাম বাংলার- অতি পরিচিত একটি ফুল বনরসুন বা গো-রসুনের ফুল।...
Автор: Natural Land 🌍
Загружено: 2021-05-23
Просмотров: 199
Описание:

গ্রামে ফুলটির নাম বনরসুন বা গো-রসুনের ফুল। কোথাও কোথাও বড় কানুর নামেও পরিচিত। পোশাকি নাম স্পাইডার লিলি। ফুলের গড়ন মাকড়সার জালের মতো বলেই সম্ভবত এমন নাম। জন্মস্থান
দক্ষিণ আমেরিকা হলেও বর্তমানে আমাদের প্রকৃতিতে বুনো পরিবেশেই জন্মে।
কবিরাজরা যকৃতের চিকিৎসায় বাহ্যিকভাবে গাছটির গোড়ার কন্দ ব্যবহার করেন। তা ছাড়া গ্যাস্ট্রিক, পেট ব্যথা ও অণ্ডকোষ স্টম্ফীতিতে পাতা ও মূল; চর্মরোগ ও প্রদাহে পাতার রস; প্রস্রাবের জ্বালাপোড়ায় তলপেটে পাতার বাহ্যিক প্রলেপ এবং গরুর পেট ফাঁপায় গাছের মূল ব্যবহৃত হয়। প্রচুর পরিমাণে আহরণের কারণে গ্রামের বন-বাদাড় থেকে গাছটি প্রায় হারিয়ে যেতে বসেছে।
ঠাঁই করে নিয়েছে নগর উদ্যানে। এমনকি পুষ্পপ্রেমীকদের এক চিলতে বারান্দা কিংবা ছাদবাগানেও পেঁৗছে গেছে সুগন্ধি এই ফুলটি। টবে চাষযোগ্য হওয়ায় এক্ষেত্রে আরও বাড়তি সুবিধা।
বনরসুন (ঈৎরহঁস ধংরধঃরপঁস) পেঁয়াজকন্দীয়, গোড়ায় গুচ্ছবদ্ধ পাতাসহ ৩০ থেকে ৬০ সে.মি. পর্যন্ত উঁচু হতে পারে। পাতা ৪ থেকে ৮ সে.মি. চওড়া, অনেকটা লম্বা। আনারস পাতার সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে। তবে তার মতো শক্ত ও ধারালো খাঁজকাটা নয়। বর্ষায় লম্বা ডাঁটার আগায় ছত্রাকার মঞ্জরিতে সাদা ও সুগন্ধি ফুলগুলো ফোটে। দলনল ১০ থেকে ১৪ সে.মি. লম্বা, আগায় ৬টি সরু ফিতার মতো পাপড়ি, গোড়ায় কাগুজে বাটি বা মুকুটে জড়ানো। বর্ষার ভেজা বাতাসে ফুলের তীব্র মধুর গন্ধ ভেসে বেড়ায়।
ফুল ফোটা শেষ হলে শরতে গোড়ার কন্দ দিয়ে আবার চাষ করা যায়। পানি পছন্দ। রোদ ও আংশিক ছায়ায় ভালো থাকে। স্বাভাবিকভাবে বৃদ্ধির জন্য পথের ধার অথবা জলার ধার উত্তম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: