ব্যতিক্রমভাবে মাত্র এক ক্লিকে আপনার কম্পিউটারটি বন্ধ করে নিন।
Автор: Jubayer Tips & Tricks
Загружено: 2021-04-12
Просмотров: 77
Описание:
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে আপনার কম্পিউটারটি বন্ধ করতে পারেন।
প্রথমত আপনার মাউসের রাইট বাটনে একটি ক্লিক করবেন। তারপর New এর আন্ডারে shortcut এ ক্লিক করবেন। তারপর বক্সের ভিতরে আপনারা shutdown -s -t 00 -f এটি লিখে next এ ক্লিক করবেন৷ তারপর আপনারা shortcut টি rename করতে পারেন চাইলে। তারপর finish এ ক্লিক করবেন। তারপর এটি ডেক্সটপে সেট হয়ে যাবে। এখন আপনারা চাইলে এটিতে মাত্র একটি ক্লিক করে আপনার কম্পিউটারটি বন্ধ করতে পারেন। তাছাড়া এটির আইকন চেঞ্জ করতে চাইলে shortcut টির উপর মাউসের কার্সারটি রেখে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করবেন৷ তারপর সবার নিচে properties এ ক্লিক করে change icon ক্লিক করে আইকনটি চেঞ্জ করতে পারেন। এইভাবে আপনারা মাত্র এক ক্লিকেই আপনার কম্পিউটারটি বন্ধ করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার দিবেন আপনার বন্ধুদের মাঝে এবং নতুন নতুন সব আপডেট ভিডিও পেতে চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ওন করে দিন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান।
কম্পিউটার ওন হওয়ার সাথে সাথে আপনার নাম বলবে • কম্পিউটারের দারুণ একটি ব্যবহার, না দেখলে ম...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: