দেখুন ভন্ড কবিরাজের কাণ্ড; জ্বীন তাড়ানোর নামে শিশুকে পিটিয়ে হত্যা
Автор: Jago Comilla
Загружено: 2018-04-01
Просмотров: 3671
Описание:
মিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া সংলগ্ন কুচাইতলী এলাকায় ভন্ড কবিরাজ মাহবুবুর রহমান ও মোগোলটুলি এলাকার তার এক খাদেমের বিরুদ্ধে এক শিশুকে কবিরাজী চিকিৎসার নামে হত্যার অভিযোগ উঠছে। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি (ঝুমুর সংলগ্ন) সিন্দুরিয়া পাড়া গ্রামের প্রাবাসী জামাল হোসেনের সাড়ে তিন বছরের ছোট্ট শিশু (একমাত্র ছেলে) শেখ ফরিদ দুষ্টুমি বেশি করার কারনে শুক্রবার সকালে সন্তানের দুষ্টামি কমাতে কবিরাজের কথা মত মা তার সন্তানকে ৩ দিনের জন্য কবিরাজের কাছে রেখে আসে । রাতে মা ফোন দিয়ে ছেলের খবর নেয়, কবিরাজ জানায় “ ছেলে ফরিদ ভালো আছে । চিকিৎসা চলছে, রবিবারে এসে নিয়ে যাবেন। একবারে ভদ্র আর শান্ত, সব ঠিক হয়ে যাবে”।
তবে হঠাৎ শনিবার দুপুর ১টায় ময়নামতিতে শিশু শেখ ফরিদ ফিরে আসে মায়ের কাছে। তবে ছোটোছুটি করছে না আগের মত। সাদা কাফনে মোড়ানো এম্বুলেন্সে করে, চিরতরে শান্ত তার দেহ। কবিরাজ ফোন করে জানায় “জ্বীনে মেরে ফেলেছে সকালে, গোসল জানাজা হয়ে গেছে দাফন করে দিন”। এম্বুলেন্সের সাথে পাঠায় খাদেম ও এম্বুলেন্সের ড্রাইভার জহিরুল ইসলামকে।
এমন সংবাদে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি করেছে। বর্তমানে খাদেম ও এম্বুলেন্সের ড্রাইভার কোতোয়ালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান শিশুর মামাতো ভাই জাহিদ হোসেন এবং নিহতের নিকটাত্মীয় মোবারক মিয়া।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মিয়া জানান, “একটি শিশুর ডেটবডি পেয়েছি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লিখিত কোন অভিযোগ পাইনি” তবে জিজ্ঞাসাবাদের জন্য কবিরাজের দুই সহযোগীকে আটক করা হয়েছে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: