Ocuvit capsule uses | অকুভিট ক্যাপসুল এর কাজ | চোখ এর ভিটামিন
Автор: Doctors and Diagnostic BD
Загружено: 2021-12-20
Просмотров: 49770
Описание:
চোখ মানুষের অমূল্য সম্পদ। চোখ ভালো থাকতে আসলে চোখের মূল্য আমরা অনেকেই দিতে চাইনা। এর দরুন দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে চোখে নানান রকমের সমস্যা দেখা দেয়। সবথেকে বেশি যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে #দৃষ্টিশক্তি কমে যাওয়া, অনেকের ম্যাকুলার ডিজেনারেশন হয় এটি হলে অনেকের দৃষ্টিশক্তি চলে যায়, এছাড়া চোখে ছানি পড়া , ভিটামিন মিনারেল এর অভাব ছাড়াও বিভিন্ন চোখের রোগ বালাই হয়ে থাকে। ইত্যাদি সমস্যা থেকে পরিত্রান পেতে আজকের যে ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অকোভিট ক্যাপসুল।
অকোভিট ক্যাপসুল একটি এন্টি-অক্সিডেন্ট এবং এন্টিকাটর্যাক্ট প্রিপারেশন যা বাজারে নিয়ে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। আর প্রতিটি ক্যাপসুলে রয়েছে ভিটামিন সি , এবং ভিটামিন ই এর মত বিশেষ ভিটামিন। এছাড়া রয়েছে লুটিনের মতন গুরুত্বপূর্ণ উপাদান। সাথে কপার জিংক তো আছেই। এ ধরনের বিশেষ উপাদানের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই অকুভিট ক্যাপ্সুল।
এই #এন্টিঅক্সিডেন্ট ক্যাপসুল যে সমস্যার বিরুদ্ধে সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে গেলে। এছাড়া চোখে ছানি পড়লে। ম্যাকুলার ডিজেনারেশন এর কারণে চোখ অতিরিক্ত শুকনো অথবা অতিরিক্ত ভেজা থাকলে। চোখে ভিটামিন মিনারেল এর অভাব থাকলে এই ক্যাপসুলটি একজন ডাক্তার খাওয়ার জন্য সাজেস্ট করে থাকেন।
এছাড়া চোখ লাল হয়ে গেলে ও চোখে ব্যথা হলে, চোখের সামনে ছায়া বা দৃষ্টির রেখায় কোনো কাল পর্দা টাঙানো আছে এমন অনুভব হলে, আবছা বা বিকৃত দৃষ্টি হলে, সূক্ষ্ম জিনিস দেখতে না পেলে , দেখতে সমস্যা হলে, বা কোনো বস্তু স্বাভাবিকের চেয়ে ছোট লাগলে, অথবা দৃষ্টির উজ্জ্বলতা কমে গেলে এই ক্যাপ্সুল টি খাওয়া হয়ে থাকে।
#চোখের_ভিটামিন
অকোভিট ক্যাপসুল সাধারণত একটি করে একবার খাবার নিয়ম। অনেক সময় ডক্টর রুগীর পরিস্থিতি বুঝে দিনে দুইবার ও খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ১ থেকে ২ মাস খেলে আশানুরুপ ফলাফল পাওয়া যায়।
যে কোন ওষুধ সেবনের আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।কারন তিনি আপনার শারীরিক কন্ডিশন এর উপর ডিপেন্ড করে সঠিক ডোজ টি নির্ধারণ করে দিতে পারবেন।
#অকোভিট ক্যাপ্সুলের অন্য কোন ঔষধের সাথে মিথস্ক্রিয়ার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি। তবে কারো কারো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।যেমন ডায়রিয়া বা পেটে সমস্যা,ক্ষুদা মন্দা ইত্যাদি। এরকম সমস্যা তীব্র আকার ধারন করলে দেরি না করে আপনার ডাক্তারকে বিষয়টি অবহিত করুন।
আর স্তনদান কালে এবং গর্ভবস্থায় এই ঔষধটি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন।
অকোভিট প্রতি পিস ক্যাপ্সুল এর মুল্য ১০ টাকা।
More Information : https://medex.com.bd/brands/16199/ocuvit
Ocuvit capsule uses
অকুভিট ক্যাপসুল এর কাজ
চোখ এর ভিটামিন
eye vitamins
eye health
চোখের জন্য কোন ভিটামিন
চোখ দিয়ে পানি পড়ার চিকিৎসা
চোখের সমস্যা ও তার প্রতিকার
Ocuvit capsule asiatic
চোখের ভিটামিন ক্যাপসুল
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: