ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। সুরা মুতাপফিফীন sura mutapfifin অন্তর শীতল করা কণ্ঠে মধুরতেলাওয়াত
Автор: The Message
Загружено: 2024-05-22
Просмотров: 22
Описание:
সুরা মুতাপফিফীন। sura mutapfifin
অন্তর শীতল করা কণ্ঠে মধুর কোরআন তেলাওয়াত
সুরা: আল-মুতাফফিফীন
আয়াত নং :-3
টিকা নং:2,
وَ اِذَا كَالُوْهُمْ اَوْ وَّ زَنُوْهُمْ یُخْسِرُوْنَؕ
এবং তাদেরকে ওজন করে বা মেপে দেবার সময় কম করে দেয়।২
তাফসীর :
টিকা:২) কুরআন মজীদের বিভিন্ন স্থানে ওজনে ও মাপে কম করার কঠোর নিন্দা এবং সঠিকভাবে ওজন ও পরিমাণ করার জন্য কড়া তাগিদ করা হয়েছে। সূরা আন’আমে বলা হয়েছেঃ “ইনসাফ সহকারে পুরো ওজন ও পরিমাপ করো। আমি কাউকে তার সামর্থ্যের চাইতে বেশীর জন্য দায়িত্বশীল করি না।” ( ১৫২ আয়াত ) সূরা বনী ইসরাঈলে বলা হয়েছেঃ “মাপার সময় পুরো মাপবে এবং সঠিক পাল্লা দিয়ে ওজন করবে।” ( ৩৫ আয়াত ) সূরা রহমানে তাগিদ করা হয়েছেঃ “ওজনে বাড়াবাড়ি করো না, ঠিকভাবে ইনসাফের সাথে ওজন করো এবং পাল্লায় কম করে দিয়ো না। ( ৮-৯আয়াত) শো’আইবের সম্প্রদায়ের ওপর এ অপরাধের কারণে আযাব নাযিল হয় যে, তাদের মধ্যে ওজনে ও মাপে কম দেবার রোগ সাধারণভাবে ছড়িয়ে পড়েছিল এবং হযরত শো’আইব (আ) --এর বারবার নসীহত করা সত্ত্বেও এ সম্প্রদায়টি এ অপরাধমূলক কাজটি থেকে বিরত থাকেনি।
সুরা: আল-মুতাফফিফীন
আয়াত নং :-4
টিকা নং:3,
اَلَا یَظُنُّ اُولٰٓئِكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَۙ
এরা কি চিন্তা করে না, এদেরকে উঠিয়ে আনা হবে?৩
তাফসীর :
টিকা:৩) কিয়ামতের দিনটিকে মহাদিবস হিসেবে উপস্থাপিত করে বলা হয়েছেঃ সেদিন আল্লাহর আদালতে সকল জিন ও মানুষের কাজের হিসেব নেয়া হবে একই সঙ্গে এবং আযাব ও সওয়াব দানের ব্যাপারে গুরুত্বপূর্ণ ফায়সালা করা হবে।
সুরা: আল-মুতাফফিফীন
আয়াত নং :-7
টিকা নং:4, 5,
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِیْ سِجِّیْنٍؕ
কখ্খনো নয়,৪ নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েদখানার দফতরে রয়েছে।৫
তাফসীর :
টিকা:৪) অর্থাৎ দুনিয়ায় এ ধরনের অপরাধ করার পর তারা এমনি স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এবং কখনো এদের আল্লাহর সামনে জবাবদিহি করার জন্য হাযির হতে হবে না, তাদের এ ধারণা একেবারে ভুল।
sura mutapfifin
koran
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: