আন্তর্জাতিক অপরাধ আদালত কি ? International criminal court(ICC)
Автор: বিশ্ব জিজ্ঞাসা
Загружено: 2024-06-05
Просмотров: 2163
Описание:
আন্তর্জাতিক অপরাধ আদালত
ICC ১৮ জন বিচারকের সমন্বয়ে গঠিত, যাদের কাজের মেয়াদ ৯ বছর। বিচারকেরা চার ধরনের অপরাধের বিচার করে থাকেন। এগুলো হলো- গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, অযাচিত আগ্রাসন চালানোর
অপরাধ এবং যুদ্ধাপরাধ। তদন্ত-বিচারে সময়
রোম চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) সৃষ্টি করা হয়। যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অপরাধের বিচারের জন্য ১৭ জুলাই ১৯৯৮ জাতিসংঘের সম্মেলনে রোম সনদ গৃহীত হয় এবং তা প্রয়োজনীয়সংখ্যক দেশের অনুসমর্থনের পর ১ জুলাই ২০০২ থেকে কার্যকর হয়। ICC স্বাধীনভাবে কাজ করে থাকে। ICC'র বর্তমান সদস্য দেশ ১২৩। সনদের বিধান অনুসারে সদস্য দেশগুলো আদালতের অনুরোধ ও আদেশ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য দায়বদ্ধ। ICC'র রোম সনদে শুধু রাশিয়া নয়; যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বেশ কয়েকটি বৃহৎ ও উদীয়মান শক্তি অনুসমর্থন দেয়নি।
বিশ্ব জিজ্ঞাসার ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। বিশ্ব জিজ্ঞাসার ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। ফেসবুক পেজ: / bissojiggasa
⚠️এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। কিছু দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরী করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: