বেহেশতে যাওয়ার অধিকার শেখ হাসিনার অবশ্যই আছে কিন্তু,,,,,,,,,,,,,,
Автор: Qur'an and Kaaba for all
Загружено: 2020-05-10
Просмотров: 260
Описание:
আপনি কি বাংলাদেশী সেবা পার্টিতে যোগ দিতে চান ?
১/ প্রথমে আপনাকে খাঁটি মানুষের কাতারে থাকতে হবে ।
২/ দুর্নীতি , দুস্কৃতি ও ভ্রষ্টাচার মুক্ত হতে হবে ।
৩/ আপনার হাত ও মুখকে সংযত রাখতে হবে ।
৪/ আপনাকে লোভ ও হিংসা ত্যাগ করতে হবে ।
৫/ আপনার মধ্যে জ্বালানো ও পুড়ানোর মন থাকতে পারবেনা ।
৬/ দেশ ও জাতির সম্পদে আগুন দিতে ও ভাংচুর করতে পারবেন না।
৭/ হাতে লগি, বৈঠা, অস্ত্র হাতিয়ার, পিস্তল, বোমা ও দা কুড়াল নেওয়া যাবেনা ।
৮/ কোনো ভাবে মানুষকে গুম, খুন, হত্যা ও বধ করতে পারবেন না ।
৯/ আপনি কাউকে অপমান, অসম্মান ও অশ্রদ্ধা করতে পারবেন না ।
১০/ আপনাকে মিথ্যা পরিহার করে সত্যের উপর প্রতিষ্ঠিত হতে হবে ।
১১/ আপনি ধর্মের বিদ্বেষী ও মানুষের মাঝে বিভেদ করতে পারবেন না ।
১২/ আপনি চাঁদাবাজ, বোমাবাজ, হিংসুক ও ধর্ষক হতে পারবেন না ।
১৩/ আপনি ঠগ, জোচ্চোর, ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারী হতে পারবেন না ।
১৪/ আপনি মোসলমান, হিন্দু, বৌদ্ধ, খৃষ্ঠান কিংবা যেকোনো ফেরকা,মাসলাক ও মতবাদের অথবা অন্য কেউ,
হলেও আমাদের পার্টিতে বাংলাদেশী হয়ে কেবল যোগ দিতে পারেন ।
১৫/ আপনি যদি আমাদের লক্ষ্যের সহিত একমত পোষণ করেন তাহলে আমরা আপনাকে জানাই সাদর সম্ভাষণ ।
আমরা আপনাকে নিয়ে আগে বাড়তে চাই ।
১৬/ আপনি যদি ভ্রাতৃত্বের ঐক্যবদ্ধের ও মানবাধিকারের বাংলাদেশ গড়তে চান তাহলে আমরা আপনাকেই খুঁজছি ।
১৭/ আমরা সবাই চাই চওড়া সড়ক, স্বচ্ছ পানি , গ্যাস, বিদ্যুৎ, মাঠ ভরা ফসল, মাছ, মাংস, ফল, শাক সবজি ও বসত বাড়ি ।
১৮/ আমরা চাইনা দুর্নীতি, দুস্কৃতি , ভ্রষ্টাচার, কুবিচার, গুম, খুন, হত্যা, অপমান ও বিনা দোষে জেলে যাওয়া ।
১৯/ আমরা ভেজাল মুক্ত, নকলমুক্ত, নেশামুক্ত ,যেনামুক্ত, এসিড দগ্ধমুক্ত, স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ গড়তে চাই ।
২০/ আমরা সুবিচার , সুশাষন, সৎ, সততা , সহমর্মিতা, ন্যায্য অধিকার পাওয়ার ও সুশিক্ষার বাংলাদেশ গড়তে চাই ।
আপনি যদি আমাদের সাথে একমত হন তাহলে বি,এস,পি, আপনাকে চায়।
ডক্টর এ,কিউ,এম,মাহবুবুল্লাহ যশোরী
হাফেজ,আলেম,মুফতি,মুহাদ্দেস,মুফাস্সের
চেয়ারম্যান : বাংলাদেশী সেবা পার্টি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: