অনলাইনে বইয়ের ব্যবসা করতে আগ্রহী?
Автор: Paikari Boi
Загружено: 2025-03-16
Просмотров: 1450
Описание:
আপনার কি অনলাইন বুকশপ আছে? বা অনলাইনে বইয়ের ব্যবসা করতে আগ্রহী?
যদি উত্তর হয় 'হ্যাঁ' তাহলে আমাদের প্লাটফর্ম আপনার জন্য।
অনেকেই আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে বইয়ের ব্যবসা করছেন। আপনাদের কেউ হয়ত স্টুডেন্ট, কেউ চাকরিজীবি আবার কেউ বা ঘরে বসেই করেন ফ্রিল্যান্সিং। এগুলোর পাশাপাশি অনলাইনে একটি বুকশপ দিয়ে বইয়ের ব্যবসা করারও একটু সময় বের করছেন।
কিন্তু! সমস্যা বেঁধে যায় বইগুলো পাইকারি দামে পেতে হলে আপনার মূল্যবান সময় ব্যয় করে নীলক্ষেত বা বাংলাবাজার যেতে হয়। অর্ডার আসার পর বইগুলো কালেক্ট করা, সেগুলো এনে প্যাকেট করা, কুরিয়ারের কাছে হ্যান্ডওভার করা, মোটা অংকের ইনভেস্ট করা সব মিলিয়ে কাজগুলো অনেক কঠিন হয়ে যায়। তারচেয়েও বড় যে প্রবলেম হয়- সেটা হচ্ছে সময়। কারণ এতগুলো কাজ করতে প্রয়োজন অনেক সময়ের, যেটা স্টুডেন্ট লাইফে বা কর্মজীবনে সম্ভব না। তাছাড়া কষ্টটাও তো অনেক বেশি তাইনা? সারাদিন পড়াশুনা বা চাকরি করে কি আর ব্যবসা করার এনার্জি থাকে? তাই হয়ত ব্যবসাটা আর এগিয়ে নেয়া সম্ভব হয়না। হাল ছেড়ে দেন খুব দ্রুতই।
হাল ছাড়ার কোন কারণ নেই! আপনার জন্য একটি সুখবর আছে! আপনার ব্যবসাটাকে আরেকটু স্মার্ট ও সহজ করার জন্যই আমরা এক ধরণের সার্ভিস নিয়ে এসেছি। আপনার প্রতিষ্ঠানের যে অর্ডারগুলো আসবে সেগুলোর বই কালেক্ট করা, প্যাকেট করা, এবং কুরিয়ারে পৌঁছে দেয়া এসকল কাজ আমরাই করে দিব। ব্যান্ডিংও হবে আপনার প্রতিষ্ঠানের। এতে করে আপনি শুধু ঘরে বা কর্মক্ষেত্রে বসেই ব্যবসাটা রানিং রাখতে পারবেন। আপনার সময়ও বেঁচে যাবে কষ্টও হবে না। যে সময়টুকু এসকল কাজ করে ব্যয় হত সেই সময়টুকু দিয়ে আপনার ব্যবসার অন্যান্য প্লান করে ব্যবসাকে আরো সাজিয়ে এবং গুছিয়ে নিতে পারবেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: