যেভাবে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হলেন ১৯ বছরের তরুণী । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2024-04-18
Просмотров: 2098
Описание:
বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হলেন ১৯ বছর বয়সি এক তরুণী। তার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কীভাবে মাত্র ১৯ বছর বয়সে এতো সম্পদের মালিক হলেন তিনি?
ফোর্বস যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন প্রকাশনা সংস্থা। এটি বিশ্বের ধনীদের বিভিন্ন তালিকা প্রকাশের জন্য বিখ্যাত। সম্প্রতি সংস্থাটি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দেখা গেছে এর বেশিরভাগ বিলিয়নিয়ারই তরুণ। যেখানে ২৫ জন কনিষ্ঠ বিলিয়নিয়ারের মধ্যে সবার বয়সই ৩৩ বা তার কম। যাদের সর্বমোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।
ফোর্বসের তালিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার এখন ১৯ বছর বয়সী তরুণী লিভিয়া ভয়েট। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লিভিয়া ভয়গট ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ইলেক্ট্রিকাল মটর কোম্পানি ডব্লিউইজি (WEG)-এর সবচেয়ে বড় শেয়ারহোল্ডারদের একজন। এই কোম্পানির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ছিলেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্ডো ভয়েট। বিশ্বের ১০টি দেশে ডব্লিউইজির ফ্যাক্টরি রয়েছে। ২০২২ সালে কোম্পানিটির আয় ছিল ৬ বিলিয়ন ডলার।
লিভিয়া বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। লিভিয়ার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন ডলার। ব্রাজিলের এই তরুণীর সঙ্গে ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় নাম উঠেছে তার বড় বোন ডোরা ভয়েট ডে অ্যাসিসের। এর আগে লিভিয়ার জায়গায় নাম ছিল ক্লেমেন্টে দেল ভেচিওর। ক্লেমেন্টে দেল ভেচিওর বাবা ইতালীয় ধনকুবের লিওনার্দো দেল ভেচিও বিশ্বের সবচেয়ে বড় চশমা ফার্ম এসিলর লুক্সোটিকার সাবেক চেয়ারম্যান ছিলেন। লিভিয়ার চেয়ে বয়সে দুই মাসের বড় ছিলেন ক্লেমেন্ট।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: