সরিষা চাষের সময় ও কৃষকের করণীয়
Автор: Krishi Samachar
Загружено: 2020-02-23
Просмотров: 34657
Описание:
#বারি_সরিষা১৪ঃ
জাত এর বৈশিষ্ট ১। উচ্চতা ৭৫-৮৫ সেঃমি
২। প্রতি গাছে শুটির সংখ্যা ৮০-১০০টি শুটি যদিও দেখতে চার প্রকোষ্ট মানে হয় কিন্তু আসলে দুই প্রকোষ্ট বিশিষ্ট।
বীজের পরিমানঃ ১কেজি/৩৩ শতাংশ
চাষাবাদ পদ্ধতি
১ । বপনের সময় ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর
২ । ফসলের পরিপক্কতা ও কর্তনের সময় যখন সরিষা গাছের শুটি শতকরা ৭০-৭৫ ভাগ পাকে তখন ফসল কর্তনের উপযোগী সময়। বারি সরিষা ১৩ জাতে শুটির বীজ ঝরা সমস্যা রয়েছে। তাই শতকরা ৮০ ভাগ গাছে ৬০-৭০ ভাগ শুটি হালকা হলুদ ও শুটির বীজ কালচে রং ধারণ করলে সকালে শুটিসহ গাছ কেটে বা উপরিয়ে মাড়াই করার স্থানে দিতে হবে। মনে রাখতে হবে যে শুটি যাতে, মাঠে অতিরিক্ত শুকিয়ে না যায়। সেজন্য শুটি যখন খড়ের রং ধারণ করবে তখনই ফসল কাটতে হবে এবং মাড়ানোর স্থানে নিয়ে গাদা দিতে হবে।
৩ । সারের ব্যবহার (কেজি/হেক্টর) ইউরিয়া ২৫০-৩০০ টিএসপি ১৭-১৮০ এমপি ৮৫-১০০ জিপসাম ১৫০-১৮০ বোরিক এসিড ০.১০ জিংক অক্সাইড ০.৫ পঁচা গোবর ৮০০০-১০০০০
#বারি_সরিষা১৭ঃ
জাত এর বৈশিষ্ট ১। উচ্চতা ৯৫-৯৭ সেঃ মি
২। প্রতি গাছে শুটির সংখ্যা ৬০-৬২ টি
৩। ফুলের রং হলুদ, বীজের রং হলুদ
বীজের পরিমানঃ ১কেজি/৩৩ শতাংশ
১ । বপনের সময় ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর
২ । ফসলের পরিপক্কতা ও কর্তনের সময় যখন সরিষা গাছের শুটি শতকরা ৭০-৭৫ ভাগ পাকে তখন ফসল কর্তনের উপযোগী সময়। বারি সরিষা ১৩ জাতে শুটির বীজ ঝরা সমস্যা রয়েছে। তাই, শতকরা ৮০ ভাগ গাছে ৬০-৭০ ভাগ শুটি হালকা হলুদ ও শুটির বীজ কালচে রং ধারণ করলে সকালে শুটিসহ গাছ কেটে বা উপরিয়ে মাড়াই করার স্থানে দিতে হবে। মনে রাখতে হবে যে শুটি যাতে, মাঠে অতিরিক্ত শুকিয়ে না যায়। সেজন্য শুটি যখন খড়ের রং ধারণ করবে তখনই ফসল কাটতে হবে এবং মাড়ানোর স্থানে নিয়ে গাদা দিতে হবে।
৩ । সারের ব্যবহার (কেজি/হেক্টর) ইউরিয়া ২৫০-৩০০ টিএসপি ১৭-১৮০ এমপি ৮৫-১০০ জিপসাম ১৫০-১৮০ বোরিক এসিড ০.১০ জিংক অক্সাইড ০.৫ পঁচা গোবর ৮000-১0000
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: