সংসারের যদি মঙ্গল চান - সন্ধ্যার পর বাড়ির মহিলারা ভুলেও এই কাজ করবেন না | Vastu Sastra
Автор: গুরুর বানী
Загружено: 2024-08-13
Просмотров: 754
Описание:
সংসারের যদি মঙ্গল চান - সন্ধ্যার পর বাড়ির মহিলারা ভুলেও এই কাজ করবেন না | Vastu Sastra
সন্ধ্যার পর বাড়ির মহিলারা ভুলেও এই কাজ করবেন না - এতে গৃহের অমঙ্গল হয় #বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রত্যেক মহিলা সদস্যদের এই বিষয়টি অবশ্যই মেনে চলা উচিত। অনুগ্রহ করে #সন্ধ্যার_পর ভুলেও এই পাঁচটি কাজ করবেন না -চরম বিপদ নেমে আসে। সন্ধ্যার পর যদি এই কাজ করেন তাহলে গৃহে #মালক্ষ্মী কখনোই প্রবেশ করেন না গৃহে সর্বদায় অলক্ষী বিরাজ করে। বাড়ির প্রতিটি সদস্য এবং বিশেষ করে মহিলা সদস্যদের বলা হচ্ছে সন্ধ্যার পর এই পাঁচটি কাজ করবেন না পথমত সন্ধ্যার পর
কখনোই
#বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রত্যেক মহিলা সদস্যদের এই বিষয়টি অবশ্যই মেনে চলা উচিত। অনুগ্রহ করে #সন্ধ্যার_পর ভুলেও এই পাঁচটি কাজ করবেন না -চরম বিপদ নেমে আসে। সন্ধ্যার পর যদি এই কাজ করেন তাহলে গৃহে #মালক্ষ্মী কখনোই প্রবেশ করেন না গৃহে সর্বদায় অলক্ষী বিরাজ করে। বাড়ির প্রতিটি সদস্য এবং বিশেষ করে মহিলা সদস্যদের বলা হচ্ছে সন্ধ্যার পর এই পাঁচটি কাজ করবেন না প্রথমত সন্ধ্যার পর কখনোই তুলসীপাতা ছেড়ে বের না দ্বিতীয়ত সন্ধ্যার পর কখনোই কাউকে দান করবেন না বাধা দেবেন না বাঁধার নেবেন না তৃতীয়ত সন্ধ্যার পর কখনোই ঝাঁটা দেবেন না। চতুর্থত বাড়ির সদর দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা ফেলে রাখবেন না এবং পঞ্চম সন্ধ্যার পর কখনোই চুল দাড়ি নখ এই সমস্ত কাটবেন না এবং মহিলাদের ক্ষেত্রে কখনোই খোলা চুল রাখবেন না এবং খোলা চুলে ঘুমোতে যাবেন না। আমাদের সনাতন ধর্মে এই বিষয়ে বারবারই উল্লেখ করা হয়েছে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্ম যারা মানেন তারা অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন এর মাধ্যমে গৃহ সুখ শান্তি সমৃদ্ধি আগমন ঘটে গৃহে আগমন ঘটে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: