Evidence Act Section 101 | Burden of proof | ধারাঃ ১০১। প্রমাণের দায়িত্ব
Автор: Legal Advice & True Voice
Загружено: 2021-07-18
Просмотров: 251
Описание:
ধারাঃ ১০১। প্রমাণের দায়িত্ব
যিনি কোন বিষয়ের অস্তিত্বের দাবি করিয়া তদুপরি নির্ভরশীল কোন আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করেন, তিনি সেই বিষয়ের অস্তিত্ব অবশ্যই প্রমাণ করিবেন।
কোন ব্যক্তি যখন কোন বিষয়ের অস্তিত্ব প্রমাণ করিতে বাধ্য থাকেন, তখন বলা হয় যে, বিষয়টি প্রমাণ করিবার দায়িত্ব সেই ব্যক্তির উপর ন্যস্ত।
উদাহরণঃ
(ক) ক বলে যে খ একটি অপরাধ করিয়াছে এবং সেই অপরাধের জন্য খ দন্ডিত হইবে; এই মর্মে ক আদালতের রায় কামনা করে।
খ যে সেই অপরাধ করিয়াছে, ক-এর তাহা অবশ্যই প্রমাণ করিতে হইবে।
(খ) ক এই মর্মে আদালতে রায় কামনা করেন যে, খ-এর দখলভূক্ত কোন একটি জমি তিনি পাইবার অধিকারী। ইহার সমর্থন কতকগুলি বিষয়ের অস্তিত্ব দাবি করেন এবং খ এই সকল বিষয়ের অস্তিত্ব অস্বীকার করেন।
উক্ত সকল বিষয়ের অস্তিত্ব অবশ্যই ক - এর প্রমাণ করিতে হইবে।
#EvidemceAct #Section101 #সাক্ষ্যআইন
Personal Facebook page : / monnachowdhury01
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: