মাত্র ছয়টি সিনেমা করে বিশ্বের সবচেয়ে ধনী সেলিব্রেটি | George Lucas | Shahrukh Khan | Tom Cruise |
Автор: THE SPOTLIGHT
Загружено: 2024-10-20
Просмотров: 25
Описание:
মাত্র ছয়টি সিনেমা করে বিশ্বের সবচেয়ে ধনী সেলিব্রেটি
George Lucas
Tom Cruise
Shahrukh Khan
Taylor Swift
Indiana jones
মাত্র ছয় সিনেমায় বিশ্বের সেরা সেলিব্রেটি!
টম ক্রুজ, টেইলর সুইফট কিংবা শাহরুখ খান নন। বিশ্বের সবচেয়ে ধনী সেলিব্রেটি হলিউড পরিচালক 'স্টার ওয়ার্স' ও 'ইন্ডিয়ানা জোনস' ফ্র্যাঞ্চাইজির স্বত্তাধিকারি জর্জ লুকাস। গেলে ২০ বছর ধরে কোন সিনেমা নির্মাণ করেননি তিনি। তারপরও তার সম্পত্তি সবার চেয়ে বেশি। বিবিসি বলছে এই অঙ্কটা প্রায় ৯৪০ কোটি ডলারের কাছাকাছি।
.....
জর্জ লুকাস জীবনে মাত্র ছয়টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলো হচ্ছে: 'টিএইচএক্স ১১৩৮। যেটা মুক্তি পায় ১৯৭১সালে। তার দ্বিতীয় সিনেমা আমেরিকান গ্রাফিতি রিলিজ হয় এর দুই বছর পর ১৯৭৩ সালে। ১৯৭৭ থেকে আসে 'স্টার ওয়ার্স' ফ্রাঞ্চাইজের চারটি ছবি যার মধ্যে আছে প্রিক্যুয়েল ট্রিলজি। এবং এই মুভি দিয়েই খ্যাতির তুঙ্গে উঠেন লুকাস।
.....
জর্জ লুকাস কতটা ধনী তা বোঝার জন্য বিশ্বের আরও কয়েকজন শীর্ষস্থানীয় সেলিব্রিটির সঙ্গে তুলনা করা যেতে পারে। ফোর্বস বলছে তার সম্পদের পরিমান ৫৩০ কোটি ডলার। যদিও অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে এই অঙ্কটা অনেক বেশি। তার সঙ্গে তুলনা করার মতো নয়, তারপরও বলতে হয় টেলর সুইফট ১৩০, টম ক্রুজ ৮০, এবং শাহরুখ খানের সম্পদের পরিমান ৮৭ কোটি ডলার। বিশ্বের এসব নামকরা তারকাদের সম্পদ একত্রিত করলেও জর্জ লুকাসের সম্পদের অর্ধেক হবে না।
......
ছয়টি চলচ্চিত্র পরিচালনা করলেও জর্জ লুকাস সবচেয়ে বড় দুটি ফ্র্যাঞ্চাইজ 'স্টার ওয়ার্স' ও 'ইন্ডিয়ানা জোনস'-এর স্বত্বাধিকারী ও প্রযোজক। স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজ বিশ্বব্যাপী প্রায় ৫ হাজার কোটি ডলার আয় করে। জর্জ লুকাস এখানে থেকে বড় অঙ্কের রয়্যালটি পেয়েছেন। অন্যদিকে 'ইন্ডিয়ানা জোনস' ফ্র্যাঞ্চাইজের মূল্য ছিলো প্রায় ৩০০ কোটি ডলার। লুকাস 'স্টার ওয়ার্স'-এর মেধাস্বত্ব 'ডিজনি'র কাছে বিক্রি করেও বড় অঙ্কের অর্থ আয় করেন। 'স্টার ওয়ার্স'-এর আরও কয়েকটি সিরিজ আসার কাজ চলছে। ফলে তার সম্পত্তি আরও বাড়াতে পারে। বলে ধারনা করা হচ্ছে।
#shahrukh #srk #tomcruise #taylorswift #georgelucas #hollywood
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: