রাধারমন দত্ত - শ্যামকালিয়া সোনা বন্ধুরে (ওস্তাদ রাম কানাই দাস)
Автор: বাংলা লোক গান - Bengali Folk Songs
Загружено: 2011-06-13
Просмотров: 238950
Описание:
শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু,
নিরলে তোমারে পাইলাম না,
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না।
ওই আমার মনে যত দুখঃ ছিলরে,
বন্ধু, খুলিয়া কইলাম না।
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না।
ফুলের আসন, ফুলের বসনরে,
আরে ও বন্ধু, ফুলেরই বিছানা।
হৃদকমলে, শোয়াচন্দন রে বন্ধু ছিটাইয়া দিলাম না,
ও তোমার হৃদকমলে শোয়াচন্দন রে বন্ধু,
ছিটাইয়া দিলাম না।
নিরলে তোমারে পাইলাম না।
ক্ষীর-ক্ষীরিয়া মাখন-ছানারে,
আরে ও বন্ধু রসের ও কমলা।।
দুইও হস্তে চান্দো মুখেরে বন্ধু,
তুলিয়া দিলাম না,
ওই আমার দুইও হস্তে চান্দো মুখেরে বন্ধু,
তুলিয়া দিলাম না,
বন্ধু নিরলে তোমারে পাইলাম না।
ভাইবে রাধারমন বলেরে, আরে ও বন্ধু,
মনের এই বাসনা।
তোমারও পিরিতে আমায় রে বন্ধু,
নৈরাশা কইরো না।
ওরে তোমারও পিরিতে আমায়রে রে বন্ধু,
নৈরাশা কইরো না।।
ওই আমার মনে যত দুখঃ ছিলরে, বন্ধু
খুলিয়া কইলাম নারে বন্ধুরে, বন্ধু নিরলে তোমারে পাইলাম না,
শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু
নিরলে তোমারে পাইলাম না, বন্ধু নিরলে তোমারে পাইলাম না।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: