নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন, বরিশাল
Автор: Darpon
Загружено: 2022-08-11
Просмотров: 491
Описание:
নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন, বরিশাল
এই শীতে ঘুরে আসুন বরিশালের সর্বাধুনিক পার্ক নিসর্গ থেকে
সকল ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘নিসর্গ এন্টারটেইনমেন্ট জোন। এখানে বিয়ে, গায়েহলুদ, জন্মদিন, বিবাহবার্ষিকী, কর্পোরেট পিকনিক, অফিস ও স্কুল কলেজের পিকনিক এবং আমাদের রয়েছে ডেকোরেটর, সাউন্ড সিস্টে্ খানসেমা।
এছাড়া অল্প সময়ে স্বল্প খরচে পরিবারের সবাইকে নিয়ে বা একাই একদিন বেড়াতে যেতে পারেন বরিশাল শহর থেকে মাত্র ১৫ মিনিট দূরে অবস্থিত সর্বাধুনিক পার্ক নিসর্গ।
বরিশালে ফকিরেরহাট রায়পাশা কড়াপুর ইউনিয়নে এই পার্কটির অবস্থান। ২০১৭ সালে গড়ে ওঠে এই পার্ক। ছোট-বড় সবার জন্যই বিনোদনের ব্যবস্থা রয়েছে এই পার্কে।
ইতিমধ্যেই পার্কটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে অনেকের কাছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নিসর্গ পার্ক। এই পার্কে আছে পাখি, মায়াবি স্পটসহ নানা সুবিধা। নিসর্গ পার্কে চারটি পিকনিক স্পট আছে।
এখানে একসঙ্গে অনেক মানুষের পিকনিক করার ব্যবস্থা আছে। পার্কে শিশু-কিশোরদের জন্য স্থাপন করা হয়েছে একাধিক রাইডস,মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশবেষ্টিত । নিসর্গ পার্কের নিরাপত্তা ব্যাবস্থাও অনেক ভালো। ক্লোজসার্কিট ক্যামেরা ও নিজস্ব নিরাপত্তা কর্মী দ্বারা স্বার্বক্ষনিক পাহারা দেওয়া হয় এখানে।
বিশাল জায়গা জুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এই পার্কে। নিসর্গ পার্কে খাবারের ব্যবস্থাও আছে। এখানে ক্যান্টিনে আইসক্রিম, চা কফিসহ চাইনিজ খাবার পাওয়া যায়। এখানে ক্যান্টিনে অনন্য পার্কের মত বাড়তি দাম রাখা হয়না। নিসর্গ পার্কে প্রবেশ মূল্য ২০টাকা।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত খোলা থাকে পার্ক। তবে সন্ধ্যা ৭ টার পর থেকে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। বরিশাল শহর হাতেম আলি কলেজ চৌমাথা মাত্র ৬ কিঃমি
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: