Amar_Vanga_Gore_lyrics_ আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা লিরিক্স। Sabina Yasmin. Bangla lyrics Song,
Автор: BNP - বিএনপি
Загружено: 2022-08-17
Просмотров: 144
Описание:
গান ।। আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
কথা ।। হুমায়ুন আহমেদ
সুর ।। মকসুদ জামিল মিন্টু
শিল্পী ।। সাবিনা ইয়াসমিন
ছায়াছবি ।। শ্রাবন মেঘের দিন
ভাঙ্গা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে
হাত ইশারায় ডাকে কিন্তু
মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে ।।
তুমি আমায় ডাকলা নাগো
তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা
ডাকলো অচিন সুরে
তুমি আমায় ডাকলা নাগো
তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা
ডাকলো অচিন সুরে
হাত ইশারায় ডাকে জোছনা
মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে
ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই
ঘর খুলিয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই
হাত ইশারায় ডাকে জোছনা
মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে
হাত ইশারায় ডাকে কিন্তু
মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু
আমারে পাইবা না।
আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা
ভাঙ্গা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পড়ে
হাত বাড়াইয়া ডাকে ।
আমায় হাত বাড়াইয়া ডাকে ।।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: