প্রশ্ন-৫০.বিবাহের জন্য পাত্রী দেখার নিয়ম,bibaher jonno patri dekhar niom, তাং,১৩/১১/২০২১.
Автор: Sadia & Sanjida Vlogs
Загружено: 2021-11-12
Просмотров: 23
Описание:
আলোচনা
শায়েখ আহমোদুল্লাহ
⛔"নেশা বা মাদকের ওপর ইসলামের নিষেধাজ্ঞা"⛔
✅ মাদকদ্রব্য মানুষের দৈহিক, মানসিক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে। সেই সঙ্গে মাদক গ্রহীতা নেশার টাকা সংগ্রহের জন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যা সৃষ্টি করে। ইসলাম কল্যাণ ও উপকারের দ্বীন। এ জন্য কুরআন মাদক ও নেশাদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। সিগারেটের গায়ে লেখা থাকে" ধুমপান মৃত্যু ঘটায়"
➡️ "তোমরা আল্লাহর পথে ব্যয় কর এবং স্বহস্তে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালবাসেন।"
(Al-Baqarah 2: Verse 195)
✅ সিগারেট, গুল, জদ্দায় কোন উপকার হয় না, এটা অপব্যায়:
➡️ "নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ।"
(Al-Isra' 17: Verse 27)
✅নেশা জাতীয় বস্তু পুষ্টিকরও নয়, ক্ষুধা নিবারণ মূলকও নয়:
➡️ জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে " এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না" - (সূরা: গাশিয়াহ ৭)
➡️ তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল এবং অপবিত্র বস্তু হারাম করা হয়েছে" - (সূরা: আরাফ ১৫৭ অংশবিশেষ)
➡️ 'হে ঈমাণদারগণ! তোমরা যখন নেশাগ্রস্ত থাক, তখন সালাতের ধারে-কাছেও যেওনা, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ।'
(সুরা নিসা : আয়াত ৪৩ অংশবিশেষ)
➡️ 'হে ঈমানদারগণ! এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কাজ ছাড়া কিছু নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক। যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।'
(সুরা মায়েদা : আয়াত ৯০)
➡️ "শয়তান তো চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শুত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে। অতএব, তোমরা এখন ও কি নিবৃত্ত হবে?" - (Al-Ma'idah 5: Verse 91)
➡️ "তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এতদুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্যে উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়। আর তোমার কাছে জিজ্ঞেস করে, কি তারা ব্যয় করবে? বলে দাও, নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্যে নির্দেশ সুস্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পার।" -
(Al-Baqarah 2: Verse 219)
___________________________________________
✍️...... আমি সকল ধর্মের একজন ছাত্র।
✍️...... আমি মুসলিম।
✍️...... মোঃ মাজেদ মিয়া।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: