নিলামে ২ মাসের গর্ভবতী গাভী কেনার সুযোগ| শাহিওয়াল গাভী| ভিড়িও-৩৪|
Автор: Mehedi Hasan Kajol
Загружено: 2025-04-12
Просмотров: 2881
Описание:
সরকারি দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামার ,রাজাবাড়ি হাট।
এই খামারে প্রায় ৭০০+ গরু আছে। এই খামার প্রতিষ্ঠিত হয় মানুষের মাঝে উন্নত ধরনের শাহিওয়াল গাভী সরবরাহ করা এবং সমগ্র বাংলাদেশে দুধের ঘাটতি মেটানো।
এখানে প্রতি বছর ২ বার নিলাম হয়। প্রতিবার নিলামে অন্তত ৫০ টা গরু নেলাম হয়। এই নিলাম থেকে যে কেউ চাইলেই গরু কিনতে পারবে।নিলামে যে দামে গরু কিনবেন তার সাথে ২৫% ভ্যাট যুক্ত হবে।
অনেকে বলেন দাম বেশি,কিন্তু আপনি যদি অরিজিনাল শাহিওয়াল জাতের বকনা বা গাভী নিতে চান তাহলে এখান থেকে নেওয়াই হবে সবচেয়ে বিশ্বাসযোগ্য।
প্রতিদিন প্রায় এই খামারে গড়ে ৪০০ লিটার দুধ উৎপাদন হয়।এবং যে কেউ চাইলে বাজার থেকে কম দামে এখান থেকে দুধ নিতে পারবে।
খামারে যাওয়ার উপায়: বাংলাদেশের যেকোনো জায়গা থেকে প্রথমে আসবেন রাজশাহী সদর।রাজশাহী সদর থেকে এখানকার দুরত্ব প্রায় ২৫ কিমি। বাসে করে আসতে পারবেন এখানে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: