ICU in Dhaka Bangladesh || আইসিইউ চিকিৎসা ও বাংলাদেশ || The Truth Inside
Автор: Excel Healthcare
Загружено: 2020-06-15
Просмотров: 64261
Описание:
#icu
#IcuBed
#IcuDhaka
#DhakaICU
#BangladeshICU
#Dhaka
#Chittagong
#Bangladesh
আইসিইউ নিয়ে আমাদের ভিডিও'র প্রথম কিস্তি। আশা করি আমাদের সাথেই থাকবেন। কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এ জানান।
ICU or Intensive Care Unit বা নিবিড় পরিচর্যা কেন্দ্র মৃত্যু পথযাত্রী রোগীদের বাঁচানোর জন্য শেষ আশ্রয়স্থল।
যখন হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা দেওয়া স্বত্বেও কারো বাঁচার সম্ভাবনা কমে যায় তখন রোগীকে নিবিড় পরিচর্যায় স্থানান্তর করা হয়। ফুসফুস, হৃদপিণ্ড এবং মস্তিষ্কসহ অন্যান্য জরুরী অঙ্গ প্রত্যঙ্গ যখন জীবনকে চালিয়ে নেওয়ার মত কাজ করা বন্ধ করে দেয় তখন বিকল অঙ্গের কাজটি কৃত্রিমভাবে যন্ত্রের সাহায্যে করে জীবন চালিয়ে নেওয়ার জন্য রোগীকে নিবিড় পরিচর্যায় নেওয়া হয়।
ইউরোপীয় আইসিইউগুলো ক্লোজড হয়ে থাকে। মানে রোগীর মূল দায়িত্ব আর হাসপাতালের ডাক্তারের কাছে থাকেনা, আইসিইউ'র ডাক্তার রোগীর মূল দায়িত্বে থাকেন। এছাড়া সেবিকা (নার্স) আইসিইউর জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: