বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় পরিষদ আয়োজিত পুরুলিয়া বঙ্গ বিভূক্তি দিবস উদযাপন আসানসোল প্রেস ক্লাবে :
Автор: Bharat Vikash News Express
Загружено: 2025-11-03
Просмотров: 37
Описание:
#newsbharatvikashnewsexpress
বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় পরিষদ আয়োজিত পুরুলিয়া বঙ্গ বিভূক্তি দিবস উদযাপন আসানসোল প্রেস ক্লাবে :
আজ 1লা নভেম্বর বঙ্গ সাহিত্য সংস্কৃতি সমন্বয় পরিষদ আয়োজিত এবং ভাষা জননীপত্রিকার সৌজন্য আসানসোল প্রেস ক্লাব সভা ঘরে অনুষ্টিত হচ্ছে পুরুলিয়া বঙ্গ বিভূক্তি দিবস।
আজকের এই অনুষ্ঠানের শূভ সূচনা হয় আসানসোল প্রেস ক্লাব ঘরে রাখা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মভূমির যে মাটি রাখা রয়েছে সেই কলসে পুস্প অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান টি। এর পর চন্দ্রশেখর সরকার উদ্বোধনী বক্তব্য রাখেন।আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা হলেন গৌর শর্মা, শ্যামলী মালখন্ডি,ড. বিউটি কর্মকার,
দেব আশিষ বন্দোপাধ্যায় সঞ্জীবন ব্যানার্জী, দীপান্বিতা পান্ডে প্রমুখ। অনুষ্ঠান টি আরো প্রাণজ্বল হয়ে ওঠে পুরুলিয়া জেলার মাতৃভাষার গানের মাধ্যমে। সব শেষে জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: