ঘোড়দৌড়চটি সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম সৃষ্টি সুখের উল্লাসে
Автор: Straight Cut News
Загружено: 2024-08-20
Просмотров: 29
Описание:
ঘোড়দৌড়চটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এবার তাদের পুজো ৩৬ তম বর্ষে পদার্পণ করলো। এবারের পুজোর থিম হলো সৃষ্টি সুখের উল্লাসে। আর রাখি উৎসবের দিন এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল। যার আনুষ্ঠানিক সূচনা করলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। এ প্রসঙ্গে নিশীথ মালিক বলেন, প্রতি বছরের মতো এ বছরও ঘোড়দৌড়চটি দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এবার তাদের থিম সৃষ্টি সুখের উল্লাসে, যার আনুষ্ঠানিক সূচনা হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। আমরা আশা রাখি প্রতিবছরের মতো এ বছরও এই দুর্গোৎসব আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে। আর রাখি পূর্ণিমার পূণ্য তিথিতে এই দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। এই দিনটি অত্যন্ত পবিত্র দিন। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ প্রতিরোধে রাখিবন্ধনের সূচনা করেছিলেন। যা আজও সারা দেশজুড়ে পালন করা হয়।
#straightcutnews #burdwan #rayan #kirtiazad #horse#breakingnews #shocking #inspiring #motivational#truth #2024 #likes #comment #share #subscribe#bellicon #explorepage #viral #stalk #prizes #media#social #practical #cultural #election #political #party#tmc #bjp #congress #cpm #reality
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: